Updated: 28 Mar 2020, 02:00 PM IST
HT Bangla Correspondent
করোনাভাইরাসের জেরে লকডাউনে ভারত। একই অবস্থা বিভিন্... more
করোনাভাইরাসের জেরে লকডাউনে ভারত। একই অবস্থা বিভিন্ন শিল্পোন্নত দেশেও।চাহিদা ও জোগান, দুটিই তলানিতে। ফলে বিশ্ব আর্থিক মন্দার পরিস্থিতিতে প্রবেশ করছে বলে জানিয়েছেন IMF প্রধান কৃষ্টালিনা জর্জিভা।২০০৯ সালের যে বিশ্বজুড়ে মন্দা দেখা দিয়েছিল, তার থেকেও এটি অনেক খারাপ হবে বলে আশংকা করেছেন তিনি।ভারত সহ ইমার্জিং মার্কেটগুলির অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মোট ২.৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন আইএমএফ প্রধান। ইতিমধ্যেই মুডিজ জানিয়েছে, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার কমে আড়াই শতাংশ হয়ে যাবে।