Video: তেলাঙ্গানায় ভয়ানক টানেল দুর্ঘটনা, উদ্ধারকার্য অব্যাহত
Updated: 28 Feb 2025, 10:35 PM IST Laxmishree Banerjee ২২শে ফেব্রুয়ারিই ছিল সেই ভয়াবহ দিনটা। টানেলে নাম ধস, ফলে আটজন কর্মী ভেতরে আটকা পড়েন। জানা গিয়েছে, এই নিখোঁজ কর্মীরা হলেন উত্তর প্রদেশের মনোজ কুমার এবং শ্রী নিবাস, জম্মু ও কাশ্মীরের সানি সিং, পাঞ্জাবের গুরপ্রীত সিং এবং ঝাড়খণ্ডের সন্দীপ সাহু, জেগতা জেস, সন্তোষ সাহু এবং অনুজ সাহাউ। আটকে পড়া কর্মীদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন মেশিন অপারেটর এবং চারজন শ্রমিক। তাঁরা সকলেই এসএলবিসি সুড়ঙ্গ প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা জয়প্রকাশ ♏অ্যাসোসিয়েটসে কাজ করতেন বলে খবর। এমন পরিস্থিতিতে তাঁদের উদ্ধারকার্য এখনও চলছে বলেই জানা গিয়েছে। হাতে হাত মিলিয়ে কাজ করছে খনি বিশেষজ্ঞ, এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনীও।