তিল তিল করে জমানো টাকা মাত্র কয়েক দিনেই গায়েব করে দিল সাইবার দস্যুরা! ফোন হারিয়ে প্রায় ৪ লক্ষ টাকা খোয়ালেন এক সরকারি কর্মচারী। ঘটনায় তদন্ত শুরু করেছে বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস। তিনি ইন্দাস রেজিস্ট্রি অফিসের হেডক্লার্ক। প্রতি মাসে যা বেতন পান, তার থেকেই অল্প পরিমাণ টাকা বহু বছর ধরে জমিয়ে রাখছিলেন। সেই টাকা তিনি জমা করতেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখায়। সুধাংশু সাইবার অপরাধ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই কখনও অনলাইন লেনদেন করেন না। এমনকী, কোনও মোবাইল অ্য়াপও ব্যবহার করেন না তিনি।
তবে, এত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও অঘটন ঘটে গেল। সম্প্রতি সুধাংশুর মোবাইলটি চুরি হয়ে যায়। নিয়ম মেনে থানায় সেই ঘটনার অভিযোগ দায়ের করেন তিনি। তারপর নতুন সিম তুলে নতুন ফোনে ঢুকিয়ে তা ব্যবহার করতে শুরু করেন। তারপরই তাঁর মোবাইলে কয়েকটি মেসেজ ঢোকে। যা দেখে সন্দেহ হয় ওই সরকারি কর্মচারীর। তিনি ছুটে যান ব্যাঙ্কে। পাসবই আপডেট করতেই জানতে পারেন, গত ১৫ মে থেকে ১৯ মে (২০২৫)-র মধ্য়ে তাঁর অ্য়াকাউন্ট থেকে ৩ লক্ষ ৮৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। অ্য়াকাউন্টে পড়ে রয়েছে ১৫০ টাকারও কম!
সুধাংশুর ফোন চুরি গিয়েছিল গত ১৫ মে। তারপরই ঘটে এই লুটের ঘটনা। যা দেখে মাথায় হাত পড়ে যায় তাঁর। এত বছর ধরে তিল তিল করে জমানো টাকা সাইবার অপরাধীরা মাত্র কয়েক দিনের মধ্যে লুট করে নেয়। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন ওই সরকারি কর্মচারী।
বিষয়টি নিয়ে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। একইসঙ্গে, কেন্দ্রীয় সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগও জানিয়েছেন। তাঁর আশা, পুলিশ ও গোয়েন্দারা হয়তো তাঁর সারা জীবনের সঞ্চয় উদ্ধার করতে পারবেন।