বারুইপুরের এই মাস্টার পাড়া এলাকায় গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাটা বোমার সুতলি। বারুইপুরের এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজির এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়া এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
বিকট শব্দে বোমা ফেটে যায়।
এবার বোমার শব্দে কেঁপে উঠল বারুইপুর। বারুইপুরে বোমা বিস্ফোরণে বাড়ির পাঁচিল পর্যন্ত ভেঙে পড়ে বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। আর তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া খুব ঘিঞ্জি এলাকা। সেখানে বুধবার সকালে বিকট শব্দে বোমা ফেটে যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এভাবে বোমা বিস্ফোরণ সবাইকে ভাবিয়ে তুলেছে।
ঠিক কী ঘটেছে বারুইপুরে? স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের বাসিন্দাদের ঘুম ভাঙে বোমার শব্দে। বিকট শব্দে কেঁপে ওঠে সিরাজ শেখের বাড়ির দোরগোরা। এমনকী এই বিস্ফোরণের তীব্রতার জেরে ভেঙে যায় সিরাজ শেখের বাড়ির পাঁচিল। ঠিক তার পাশে সেলিম সর্দারের বাড়ির জিনিসপত্র ছিটকে পড়ে। আর কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। এখানের বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে আসেন। আর দেখতে পান আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে এলাকা। গোটা এলাকা ভরে গিয়েছে বারুদের গন্ধে।