রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই একাধিক জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। কলকাতাও বাদ যায়নি হিংসা থেকে। সেই সময় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এবার সেই খুনের ঘটনায় অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার গোপন জবানবন্দি নেবে সিবিআই। শিয়ালদা আদালতে সিবিআই এর পক্ষ থেকে এই মর্মে আবেদন করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩ ফেব্রুয়ারি শিয়ালদা আদালতে গোপন তার গোপন জবানবন্দি নেওয়া হবে। অভিজিৎ সরকার খুনের ঘটনায় একমাত্র সাক্ষী তার দাদা বিশ্বজিৎ সরকার। মাসখানেক আগেই তাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল বাইকে করে কয়েক জন দুষ্কৃতী তার বাড়িতে গিয়ে খুন করার হুমকি দিয়েছিল। যেহেতু তিনি ভাইয়ের খুনের একমাত্র সাক্ষী ছিলেন তাই তিনি চায়ছিলেন সিবিআই তার গোপন জবানবন্দি নিক। সেই কারণে তিনি সিবিআইয়ের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সিবিআই তদন্তে অসন্তুষ্ট হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বজিৎ সরকার। তারপরেই বিশ্বজিতের গোপন জবানবন্দি নিতে তৎপর হয়ে উঠেছে সিবিআই।খুনের ঘটনায় বিশ্বজিৎ সরকার নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন এবং এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে শিয়ালদা আদালতে মামলা করেছিলেন। অভিযোগ, এর পরেই তাকে খুন করার হুমকি আসে। অভিজিৎ সরকারের বাড়ির কাছে দু'জন দুষ্কৃতী বাইকে করে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। ওসি এবং ওই নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে খুন করা হবে বলে দুষ্কৃতীরা তাকে হুমকি দেয়। এর পরেই প্রাণনাশের আশঙ্কায় গোপন জবানবন্দি দেওয়ার জন্য আবেদন জানান বিশ্বজিৎ সরকার।