‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দু’মাস ধরে পঞ্চায়েত এবং পুরসভা স্তরে নজরদারিই চালিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব আইটি সেলের দেওয়া নাম। তৃণমূল স্তরে জনসংযোগে আরও জোর দিয়ে পঞ্চায়েত নির্বাচনে শাসকদল কীভাবে জয়ের ফসল ঘরে তোলে এখন সেটাই দেখার।
মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, সোমবার নজরুল মঞ্চ থেকে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুর্নীতিরোধ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পার্টির উপর নজরদারি দরকার বলেও তিনি জানিয়ে দিয়েছেন। ঘরে ঘরে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, তার খোঁজ নেবেন ‘দিদির দূত’রা। তবে আরও অনেক ধাপেই কাজ হবে এই প্রকল্পে।
ঠিক কী বলেছেন তৃণমূলনেত্রী? এদিন দুর্নীতি রুখতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, ‘ধানে একটি পোকা থেকে অনেক পোকা জন্মায়। তাই সেই পোকাকে আগেই নির্মূল করতে হবে। মনে রাখবেন, আমি নিজেও দলের ঊর্ধ্বে নই, মানুষের ঊর্ধ্বে নই। দুয়ারে সরকারের আইডিয়ার আর একটা রূপ এই কর্মসূচি। সরকার যে কাজ করছে, করুক। পার্টির কাছেও কিছু অভিযোগ আসে। তা এলে কাজ করতে হবে দলীয় স্তরে। অনেক প্রযুক্তিগত সমস্যা থাকে। কিন্তু মানবিক কারণে তা এড়িয়ে সমাধানের কাজটা আগে করতে হবে।’