তাঁদের রাজনৈতিক অবস্থান ভিন্ন। দু'জনের রাজনৈতিক পরিচয়ও সম্পূর্ণ আলাদা। কিন্তু, তাঁরা দুই ভাই। দু'জনেই প্রবীণ। তার মধ্যেই হঠাৎ একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ছুটে এলেন অন্যজন। দেখা হল, কথাও হল।
এখানে যাঁদের কথা বলা হচ্ছে, তাঁদের মধ্যে একজন হলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায়। এবং অন্যজন তাঁর ছোট ভাই, তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। এঁদের মধ্যে সদ্য সৌগতর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভালো আছেন তিনি। তারই মধ্যে গতকাল (বৃহস্পতিবার - ১ মে, ২০২৫) সৌগতকে দেখতে সংশ্লিষ্ট নার্সিংহোমে পৌঁছে যান দাদা তথাগত।
উল্লেখ্য, গত বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটি কর্মসূচিতে যোগ দিতে যান সৌগত। কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, সেখানে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গাড়ি থেকে নামতে গিয়েই তিনি জানান, শরীর খারাপ লাগছে। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে চেয়ারে বসান। কিন্তু, সৌগত জ্ঞান হারান। সেভাবেই কেটে যায় প্রায় পাঁচ মিনিট। এরপর জ্ঞান ফেরে বর্ষীয়ান তৃণমূল নেতার।
এই ঘটনার পর প্রথমে তাঁকে বেলঘড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সৌগতকে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে রাতেই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তাঁর বুকে পেসমেকার বসানো হয়। এই খবর কানে যেতেই বৃহস্পতিবার ভাইয়ের সঙ্গে দেখা করতে ওই নার্সিংহোমে পৌঁছে যান সৌগতর দাদা তথাগত। ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
এছাড়াও, সৌগতর স্বাস্থ্যের খোঁজ নিতে ওই নার্সিংহোমে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্য নেতা-নেত্রীরা। এর পাশাপাশি বৃহস্পতিবার নার্সিংহোমে গিয়ে সৌগতর সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তাপস মজুমদার, শক্তি মৈত্র-সহ জেলা কংগ্রেসের নেতারা। তাঁদের সকলের সঙ্গে বিছানায় বসে কথা বলেন সৌগত।