বাংলা নিউজ > বায়োস্কোপ > Ananya Biswas-Didi No 1: 'কদিন আগেই সোজা উপরে যাচ্ছিলাম', দিদি নম্বর ১-এ হাড়হিম করা দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ অনন্যার
পরবর্তী খবর
Ananya Biswas-Didi No 1: 'কদিন আগেই সোজা উপরে যাচ্ছিলাম', দিদি নম্বর ১-এ হাড়হিম করা দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ অনন্যার
1 মিনিটে পড়ুন Updated: 08 Oct 2023, 05:12 PM ISTSubhasmita Kanji
Ananya Biswas-Didi No 1: বন্ধুর বাচ্চার জন্মদিন থেকে ফিরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী অনন্যা বিশ্বাস। কী করে সেখান থেকে বাঁচেন শোনালেন সেই গল্প।
দিদি নম্বর ১-এ অনন্যা বিশ্বাসের হাড়হিম করা দুর্ঘটনার গল্প
দিদি নম্বর ১ সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই খেলতে আসেন। আর দিদির মঞ্চ মানেই সেখানে জীবনের নানা গল্পই সকলে ভাগ করে নেন। এদিন বাকিদের মতো অভিনেত্রী অনন্যা বিশ্বাস এসেও তাঁর জীবনে সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। তাঁর কথা শুনে শিউরে উঠলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
অনন্যা বিশ্বাসের দুর্ঘটনা
অনন্যা এদিন জানান তাঁর প্রিয় বন্ধু এবং বান্ধবীর ছেলের এক বছরের জন্মদিনের পার্টি শেষে তাঁরা দুটো গাড়ি করে ফিরছিলেন। বন্ধুর ছেলেটি অন্যান্য দিন তাঁর মাকে ছেড়ে না গেলেও সেদিন অন্য গড়তে ঠাকুমার কাছে গিয়ে বসে। আর অনন্যার গাড়িতে তখন তিনি সহ তাঁর সেই বান্ধবী এবং বান্ধবীর শ্বশুর বসা। এমন সময় একটি গাড়ি এসে সোজা তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁদের গাড়ি অনেকটা স্কিট করে এগিয়ে যায়। সামনের গাড়িটিরও এক দশা। যদিও তাঁরা সবাই সুস্থ থাকলেও গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। পরে তাঁরা ধাতস্থ হয়ে বেরিয়ে দেখেন যে গাড়িটি তাঁদের ধাক্কা মেরেছে তার চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তিনি এতটাই নেশায় বুঁদ ছিলেন যে গাড়ি কাটাতে পারেননি। সোজা এসে তাঁদের গাড়িকে মারে।
এতটা শুনেই শিউরে ওঠেন রচনা। বলেন, 'অনেক বড় ফাঁড়া গেল। সবটাই আসলে উপরওয়ালার ইচ্ছে।' উত্তরে অনন্যা বলেন, 'হ্যাঁ এটাই হয়তো আয়ু। কিন্তু আমরা সবাই এতটাই সেদিন ভয় পেয়ে যাই যে ট্রমা থেকে বেরোতে অনেকদিন লেগে গিয়েছিল।'