বিরাট স্বস্তি! ৯ লক্ষেরও বেশি মানুষের 'লক' করে রাখা 'বায়োমেট্রিক' খুলে দিয়েছে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া' (ইউআইডিএআই) কর্তৃপক্ষ। যার ফলে ওই সহনাগরিকেরা শীঘ্রই তাঁদের বহু প্রতিক্ষিত 'আধার' পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন। এঁরা সকলেই অসমের বাসিন্দা।
সরকারি সূত্রের দাবি, ২০১৯ সালে অসমে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) তৈরির সময়েই ঘটে যায় বিপত্তি। 'ভুলবশত' ৯ লক্ষেরও বেশি মানুষের আধার কার্ড 'লক' করে দেওয়া হয়। পাঁচবছর পর অবশেষে সেই ভুল শুধরে নিল কেন্দ্রীয় সরকার।
এর ফলে আগামী ২৩ সেপ্টেম্বরই তিনসুকিয়ার অন্তত ১২ হাজার থেকে ১৩ হাজার মানুষ তাঁদের আধার পরিচয়পত্র পেয়ে যাবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, 'এখনও পর্যন্ত ৫ লক্ষ আধার কার্ডের অনুমোদন পাওয়া গিয়েছে।'
বুধবার রাজ্যবাসীকে এই সুখবর দিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আধার কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ওই দিনই তিনসুকিয়ার ১২-১৩ হাজার মানুষ তাঁদের আধার কার্ড পাবেন।
এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন হিমন্ত। তিনি লিখেছেন, 'অসমে জাতীয় নাগরিক পঞ্জী তৈরির প্রক্রিয়া চলাকালীন যে আধার কার্ডগুলি লক করা হয়েছিল, সেই ৯.৩৫ লক্ষ আধার কার্ড খুলে দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া' (ইউআইডিএআই) কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ৫ লক্ষ আধার কার্ড ছাড়ার অনুমোদন পাওয়া গিয়েছে।'