বাংলা নিউজ > ঘরে বাইরে > খেলনার দোকান দেখলেই বায়না, ভয়ে এটা কী করে ফেললেন বাবা!
পরবর্তী খবর
খেলনার দোকান দেখলেই হল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বায়না। যাঁদের বাড়িতে ছোট শিশু আছে, তাঁদের প্রত্যেকেরই প্রায় এই অভিজ্ঞতা হয়েছে। ব্যাতিক্রম নন আলোচ্য ভিডিয়োর বাবা-ও। মেয়ের বায়না থেকে বাঁচতে অভিনব পন্থা নিলেন তিনি। আর তাঁর সেই পন্থাই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
কী সেই পন্থা?
ভিডিয়োটি একটি শপিং মলে তোলা। দেখা যাচ্ছে ছোট্ট মেয়েকে নিয়ে এগিয়ে আসছেন বাবা। সেই সময়েই পাশে পড়ল একটি বড় খেলনার দোকান। সেখানে হাজার হাজার খেলনা সাজানো। সেটা দেখেই আগেভাগে সতর্ক হয়ে গেলেন ওই ব্যাক্তি। সঙ্গে সঙ্গে মেয়েকে জড়িয়ে কোলে তুলে নিলেন। হাত দিয়ে ঢেকে দিলেন মেয়ের চোখ। তারপর প্রাণপণে হাঁটা লাগালেন।