খেলাকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে, ভুল ত্রুটি কমাতে বেশি করে ডিআরএস-এর ব্যবহার করছে বিসিসিআই। ফলে এবার থেকে ঘরোয়া টু্র্নামেন্টে আরও বেশি করে ব্যবহার হতে চলেছে ডিআরএস পদ্ধতির।
ডিআরএস নিয়ে নতুন ভাবনা বিসিসিআই-এর।
শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে একটা গোটা ম্যাচের ভাগ্য। আম্পায়ারদের একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। সদ্য শেষ হওয়া ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফরে সেই বিষয়টি বারবার উঠে এসেছে। তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে মেজাজ হারিয়ে অপ্রীতিকর কান্ড ঘটিয়ে ফেলেন হরমনপ্রীত কৌর। সেই সব অপ্রীতিকর ঘটনা যাতে ভারতের ঘরোয়া ক্রিকেটে ও এড়ানো যায় সেদিকে লক্ষ্য রেখেই পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। খেলাকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে, ভুল ত্রুটি কমাতে এই উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। ফলে এবার থেকে ঘরোয়া টু্র্নামেন্টে আরও বেশি করে ব্যবহার হতে চলেছে ডিআরএস পদ্ধতির।
প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে প্রতিটি সিরিজেই ব্যবহার করা হয় এই ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেমের। অর্থাৎ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে তাঁকে চ্যালেঞ্জ করে থার্ড আম্পায়ারের কাছে যাওয়া যায়। তিনি এর পর টিভিতে রিপ্লে দেখে সঠিক সিদ্ধান্ত নেন। এই সিস্টেম এত দিন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে একেবারে হাতেগোনা সময়ে ব্যবহার করা হয়েছে মাত্র। রঞ্জি ট্রফির মতন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতির। একমাত্র রঞ্জি ফাইনালে সম্পূর্ণ ভাবে ব্যবহৃত হয়েছে এই পদ্ধতি। তবে এবার থেকে রঞ্জি ট্রফির পাশাপাশি দলীপ ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এই পদ্ধতি ব্যবহার করতে পারে বিসিসিআই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।