জয়নগর পুরসভার তিলিপাড়া থেকে বোমা উদ্ধারের ঘটনায় হতবাক পুলিশ। ওই ঘচনায় প্রবীর চট্টোপাধ্যায় নামে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, পাড়ার কিছু ছেলেকে ভয় দেখাতে ইউটিউব দেখে বোমা বানানো শিখেছিল ওই যুবক। বোমা বানানোর মশলা সে কোথা থেকে পে✃ল তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন - ‘𝓀কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না,’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল গোপন সুরঙ্গ𝓡, মিশেছে♛ খালে! হতবাক পুলিশ
শনিবার জয়নগর – মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ কর্মীরা জানতে পারেন, স্থানীয় এক যুবকই বোমাগুলি তৈরি করেছে। এমনকী রাতে ফাঁকা মাঠে বোমা পরীক্ষা করে সে। এসব শুনে প্রবীর চট্টোপাধ্যায় নামে স্থানীয় এক যুবকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। যুবকের ঘরে ঢুকে হতবাক হয়ে যান তাঁরা। ঘরে রীতিমতো বোমা তৈরির গবেষণাগার বানিয়ে ফেলেছে ওই যুবক। 🅠যুবককে গ্রেফতার করে নিয়ে যান পুলিশ আধিকারিরা।
প্রবীরের পরিবারের তরফে জানানো হয়েছে, সারা দিন ফোনে মগ্ন থাকত ওই যুবক। বাড়ি থেকে খুব বেশি বেরতো না সে। তার ঘরে বাইরের কেউ ঢুকলে অত্যন্ত বিরক্ত হত। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, ইউটিউব দেখে বোমা বান🔯ানো শিখেছে সে।
আরও পড়ুন - চলতি সপ্তাহ থেকে পোলট্রি মুরগি আস𝓡বে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলনে ব্যবসায়ীরা
জেরায় প্রবীর জানিয়েছে, পাড়ার কয়েকটি ছেলের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। তাদের ভয় দেখাতে ইউটিউব দেখে বোমা বানানো🅰 শেখে সে। এর পর বিভিন্ন জায়গা থেকে বোমার মশলা জোগাড় করে। এমনকী বোমা কেমন তৈরি হয়েছে তা রাতের অন্ধকারে ফাঁকা মাঠে পরীক্ষা করত সে। সেই আওয়াজেই স্থানীয় কয়েকজন প🐼্রবীরকে চিহ্নিত করে ফেলে।