গতবছরের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, কংগ্রেস-বামের থেকে সংখ্যালঘু ভোট ভাঙিয়ে মুসলিমদের একজোট করতে পারাতেই তৃণমূল কংগ্রেসের এই বিশাল জয়। তবে সেই ভোটের একবছর যেতে না যেতেই ‘মোহভঙ্গ’ বাংলার মুসলিমদের? কতকটা সেই ইঙ্গিতই দিলেন ফুরফুরা শরিফের পীরজাদা নাজবোত সিদ্দিকি। এক ইংরেজি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মমতার বিরুদ্ধে বিস্ফোরণ মন্তব্য করার পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘রাজ্যে বিজেপির আসা প্রয়োজন’। বীরভূম, আনিসকাণ্ডের উদাহরণ তুলে ধরে তিনি মমতাকে ‘গদ্দার’ আখ্যা দেন। পাশাপাশি আসন্ন আসানসোল উপনির্বাচনেও তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানান।নাজবোত সিদ্দিকি বলেন, ‘দিদি তৃতীয়বার ক্ষমতায় আশার পর থেকে মুসলিমরা রাজ্যে খুব বিপদে আছে। আমরা এর আগে বুঝতে পারিনি যে মুসলিমরা এত বিপদে পড়বে। দিদি আমাদের ব্যবহার করলেন। ভোটের সময় আমাদের ভোট নিয়ে ক্ষমতায় এলেন। আর এখন আমাদের ব্যবহার করে ফেলে দিলেন তিনি। মুসলিমরা রাজ্যে কতটা বিপদে, তা তো সবাই দেখতে পাচ্ছেন। বীরভূমে কী চলছে, আনিস খানকে কীভাবে মারল... এই সব ঘটনার কোনও বিচার এখনও মেলেনি। দিদি টাকা দিয়ে তাঁদের সবাইকে চুপ করাতে চায়।’তিনি এরপর আরও বলেন, ‘দিদি বলেছিলেন যে তিনি বাংলায় শান্তি আনবেন। এখানে খুন, রাহাজানির মতো ঘটনা বন্ধ হবে। এখানে চাকরি দেবেন। কিন্তু কিছুই হয়নি সেসব। দিদি মুসলিমের ভোটে ক্ষমতায় এসেছে। কিন্তু আসানসোল ভেটে আমি সব সাধারণ মানুষের কাছেই আবেদন রাখব, এখন ভাবার সময় এসেছে। দিদি আমাদের জন্য নিরাপদ নয়। দিদি আমাদের সঙ্গে গদ্দারি করেছেন। বিজেপি আমাদের ভালো বাসে না। কিন্তু আমরা বিজেপিকে ভালোবাসব। বাংলায় বিজেপির আসা জরুরি। তৃণমূলের নেতারা যেভাবে খারাপ হয়ে গিয়েছে, যেভাবে গদ্দার হয়ে গিয়েছে এদের শায়েস্তা করার জন্য বিজেপিকে প্রয়োজন।’ পীরজাদার এই বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে তৃণমূল বা বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।