কলকাতার কুমারটুলি ঘাটে ট্রলি ব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের ঘ๊টনায় জানা গেল নিহতের নাম পরিচয়। সঙ্গে প্রকাশ্যে এসেছে ওই ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলতে এসে ধৃত ২ মহিলার পরিচয়ও। যাতে এক প্রকার স্পষ্ট পারিবারিক বিবাদ থেকেই খুন।
আরও পড়ুন - ‘আন্দোলন না করার জন্য🧔 ডাক্তারদের ঘুষ দཧেওয়া হয়েছে’, বেতন নিয়ে বেলাগাম দিলীপ
জানা গিয়েছে, ট্রলি ব্যাগে যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাঁর নাম সুমিতা ঘোষ। আর যে ২ মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাঁরা ফাল্গুনী ঘোষ ও🐼 আরতি ঘোষ। নিহত সুমিতা দেবী সম্পর্কে ফাল♌্গুনীদেবীর পিসি শাশুড়ি। জানা গিয়েছে, এদের প্রত্যেকের বাড়ি মধ্যমগ্রাম থানা এলাকায়। কী ভাবে মহিলাকে খুন করা হল তা জানতে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কী কারণে মহিলাকে খুন করা হল তা জানতে ধৃতদের জেরা করছে উত্তর বন্দর থানার আধিকারিকরা। ইতিমধ্যে উত্তর বন্দর থানায় পৌঁছেছেন কলকাতার নগরপাল।
পড়তে থাকুন - বচসা চলা♐কালীনই ইট দিয়ে থেঁতলে খুন, ট্রলিব্যাগে মহিলার দেহ উদ্ধারে জেরায় কবুল
আরও পড়ুন - ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ꦕ লাভলিকে TMC পঞ্চায়েত প্রধানের পদ থে♚কে সরাল প্রশাসন
মঙ্গলবার সকালে কলকাতার কুমারটুলি ঘাটের কাছে এক মহিলাকে একটি ভারী ট্রলি ব্যাগ ট্যাক্সি থেকে নামাতে দেখেন স্থানীয়রা। ট্রলি ব্যাগটি দেখে সন্দেহ হওয়ায় ২ মহিলাকে জেরা শুরু করেন স্থানীয় মহিলারা। তখন ওই ২ মহিলা জানান ট্🍸রলি ব্যাগে কুকুরের দেহ রয়েছে। কিন্তু তা মানতে চাননি স্থানীয়রা। এর পর ব্যাগ খুললে দেখা যায় তার মধ্যে রয়েছে এক মহিলার খণ্ডবিখণ্ড দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ২ মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি ট্রলিব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। দেহাংশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছে🍰ন তদন্তকারীরা।