মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল ৯ টা থেকে পরিশ্রুত জল সরবরাহ বন্ধ রাখল কলকাতা পুরসভা। ১ নম্বর বরো থেকে ৮ নম্বর বরো পর্যন্তꦓ এই জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিধাননগর এবং দক্ষিণ দমদম পুরসভার বেশ কিছু অংশেও জল সরবরাহ আংশিক বন্ধ রাখা হয়েছে। আজ দিনভর ও রাতে এই এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ করা হবে না। আꦓগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। তারপরে পুনরায় জল সরবরাহ করবে পুরসভা।
আরও পড়ুন: 𓄧এবার ꦫখাস কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ, রাত পোহালেই সমস্যা শুরু, কবে মিলবে?
জানা যাচ্ছে, টালার জলাধার এবং পলতা জলাধার উৎপাদন কেন্দ্রে নতুন যন্ত্রপাতি বসানো এবং মেরামতের জন্য এই জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে একটি হল শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ক এবং অন্যটি হল পলতা জল উৎপাদন কেন্দ্র। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন এই টালা ট্যাঙ্ক থেকে শহরের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষের জলের চাহিদা পূরণ করা হয়ে থাকে। এই কাজের জন্য উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে আজ থেকে আজ সমস্যায় পড়ছেন এই এলাকার বহু মানুষ। এছাড়া বিধাননগর এবং দক্ষিণ দমদম পুরসভার কিছু অংশে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) আধিকারিক༒রা জানিয়েছেন, মেরামতের কাজের কারণে সল্টলেকের কিছু অংশে সরবরাহ প্রভাবিত হচ্ছে। এছাড়াও সেক্টর ফাইভেও জল সরবরাহ প্রভাবিত হচ্ছে। ইতিমধ্যেই বিধানﷺনগর পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথমের দিকে রবিবার থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে তা সোমবার করা হয়।
জানা যাচ্ছে, টালা জলাধারে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র বসবে তার মধ্যে রয়েছে হাইভোল্টেজ 𝓡মোটর। তাছাড়া ট্যাঙ্কে থাকা কিছু লিকেজও মেরামত করা হচ্ছে। দুটি ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় অন্তত ৫০টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। জল সরবরাহ বন্ধ থাকার জেরে শহরের বড় অংশের জনজীবনে প্রভাব পড়েছে। তার ওপর বিয়ের মরসুম হওয়ায় সমস্যা আরও বেড়েছে। যাতে ২০২৫ সালের গরমকালে সাধারণ মানুষের জলের অ꧃সুবিধা না হয় তারজন্য এই মেরামতি। রবিবারের বদলে সোমবার জল সরবরাহ বন্ধ রাখার বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘মরশুমের শেষ বিয়ের দিন ডিসেম্বর মাসে। তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল। মানুষের অনুরোধে সাড়া দেওয়া হয়েছে।’