বল হাতে ৬ উইকেট নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন দীপ্তি শর্মা। তখনও বোধহয় ভাবেননি যে, দলকে জেতাতে ব্যাট হাতেও মুখ্য ভূমিকা নিতে হবে তাঁকে। ব্যাটে-বলে দীপ্তির দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ান ডে ম্যাচে দাপটের সঙ্গে পরাজিত করে ভারতের মহিলা ক্রিকেট দল। সেই সুবাদে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করেন হরমনপ্রীত কৌররা।
ভদোদরায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩৮.৫ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায়। দুই ক্যারিবিয়ান ওপেনার কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউজের কেউই খাতা খুলতে পারেননি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন উইকেটকিপার শিমাইন ক্যাম্পবেল। তিনি ৬২ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার।
অভিজ্ঞ দিয়েন্দ্রা ডটিন ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৫ রান করে আউট হন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শিনেলে হেনরি দলের হয়ে সব থেকে বেশি ৬১ রান করেন। ৭২ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ৩৫ বলে ২১ রান করেন আলিয়া অ্যালেইন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন দীপ্তি শর্মা। রেনুকা সিং ঠাকুর ৯.৫ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন। তিতাস সাধু ৭ ওভারে ১টি মেডেন-সহ ২৮ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
দাপুটে জয় ভারতের
পালটা ব্যাট করতে নেমে ভারত ২৮.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় দল। সেই সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেন হরমনপ্রীত কৌররা।
দীপ্তি শর্মা ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩৯ রান করে নট-আউট থাকেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২২ বলে ৩২ রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি ৭টি চার মারেন। রিচা ঘোষ ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
স্মৃতি মন্ধনা ৪ রান করে আউট হন। ১৮ রান করেন প্রতীকা রাওয়াল। ১ রান করে মাঠ ছাড়েন হার্লিন দেওয়ল। জেমিমা রডরিগেজ ১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৯ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন ডটিন, আলিয়া, ম্যাথিউজ, ফ্লেচার ও করিশ্মা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন দীপ্তি।