সদ্য ইনস্📖টাগ্রামে পা রেখেছেন অভিনেতা আদৃত রায়।🍌 রাতারাতি সামাজিক মাধ্যমে হয়ে গিয়েছে ১১ হাজার ফলোয়ার্ল। ১৪ ফেব্রুয়ারি বিকেলে ইনস্টা অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন তিনি। পরে এসেছিলেন বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা। পাগল প্রেমীর লুকটাই রয়েছে, যদিও দাড়ি ট্রিম করা হয়েছে।
লাইভে এসেই সকল অনুরাগীকে ধন্যবাদ জানালেন। এত জলদি এত ভক্ত ভাবতেও পারেননি। এমনকী, তিনি সামাজিক মাধ্যমে না থাকা সত্ত্বেও যেভাবে একাধিক ফ্যান পেজ থেকে তাঁকে নিয়ে রিলস, ছবি পোস্ট করা হয়েছে, তার🌸 জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না। ভক্তদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি বিয়ে নিয়েও করলেন মন্তব্য।
আরও পড়ুন: ‘অনেক 🦂রাতের🐈 পরে…’, বরের বাহু বন্ধনে শ্রুতি, কেন এসেছিল স্বর্ণেন্দুর সঙ্গে দুরত্ব
এক অনুরাগী প্রশ্ন করেন, ‘বিয়েটা করছ কবে?’ যার জবাবে ꦺএড়িয়েই গেলেন অভিনেতা। তবে বারবার একই প্রশ্ন আসতে থাকল♚ে বললেন, ‘করব করব একদিন করব। জানিয়েই করব’। এক ভক্তকে তো হালকা ধমকও লাগালেন, ‘এই দেখো ব্যক্তিগত প্রশ্ন করছে’!
এরপর আরেকজন আবার আদৃতকে অনুরোধ করলেন চর্চিত বান্ধবী কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে লাইভে আস🌠তে। জবাব আদ🌠ৃত মজা করে বললেন, ‘ওকেও তো রাজি হতে হবে আমার সঙ্গে লাইভ সেশনে আসতে। খুব ব্যস্ত অভিনেতা।’
আরও পড়ুন: ‘প্রকাশ্যে চুমু খান…’, শুভশ্রীকে লিপ কিস করায় বি𝓰তর্ক, প্রেম সপ্তাহে বার্তা রাজের
ডিসেম্বরে শোনা গিয়েছিল, জানুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন আদৃত আর কৌশাম্বি। প্রেমে সেভাবে শিলমোহর না দিলেও, দুজনের কেউই তা অস্বীকার করেননি। দিদি নম্বর ১-এ এসে কৌশাম্বি তো জান♓িয়েছিলেন, তাঁর নতুন সম্পর্কে মত আছে মা-বাবার। বাড়ির🍸 সবাই খুব খুশি।
তবে বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন ব💦র্তমানে ফুলকি সিরিয়ালে কাজ করা কৌশাম্বি। বলেছিলেন, ‘জানুয়ারিতে কারা আমাদের বিয়ে দিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এখন কাজ করছি, এইসব 💙গুঞ্জনে কান দেওয়া অনুচিত। এটা ভুয়ো খবর। আমাদের বিয়ে আর আমরাই জানি না’!
আরও পড়ুন: বিয়ের ১ বছরে ডিভ♚োর্স সলম🎀নের বোনকে, এবার কৃতির সঙ্গে মার্চে গাঁটছড়া পুলকিতের?
এর আগেও আদৃতের বিয়ের খবর ছিল। সেই সময় অভিনেতা সম্পর্কে ছিলেন সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। তবে দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। শোনা যায়, কৌশাম্বির সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি ছিল এই বিয়ে ভাঙা🍒র পিছনে। চলতি বছরের শুরুতে নিজের নতুন জীবনসঙ্গীকে করেন অফিসিয়্যাল।
লাইভ সেকশন থেকে নিজের পর♒ের ছবি ‘পাগল প্রেমী’ নিয়েও কথা বললেন। যা পরিচালনার দায়িত্বে 🃏রয়েছেন অভিরূপ ঘোষ। প্রযোজনা করছে এসভিএফ। আদৃত জানালেন, খুব জলদিই আসবেছবি নিয়ে ঘোষণা।