২২ জানুয়ারি অনুষ্ঠ🌜িত হয়ে গেল রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। আর এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন বহু বলিউডের তারকা, আর তাঁদেরই অন্যতম ছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। অন্যান্য তারকাদের মতোই আলিয়াকে এদিন একটি টিল রঙের শাড়ি এবং চাদরে দেখা যায়। অন্যদিকে রণবীর পরেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি এবং শাল। তবে এই বিষয়ে উল্লেখযোগ্য আলিয়ার পরনে যে শাড়িটি ছিল সেটা কিন্তু মোটেই যে সে শাড়ি নয়। তাঁর শাড়ির পাড়ে উঠে এসেছে রামায়ণের গল্প। ছিল ভগবান রাম, হনুমান এবং রাম সেতুর দৃশ্য।
আলিয়ার রামায়ণ শাড়ি
প্রাথমিক ভাব𝄹ে আলিয়ার শাড়ির রং সকলের নজর কাড়লেও পরে কিন্তু তাঁর শাড়িতে থাকা রামায়ণের গল্প সকলের নজরে পড়ে এবং পছন্দ হয়। সোশ্যাল মিডিয়ায় তারপরই হিট করে যায় তাঁর এই শাড়িটি। এদিনের সাজের জন্য আলিয়া এই রামায়ণের গল্প বলা শাড়িটির 𒁏সঙ্গে পরেছিলেন একই সঙ্গে একটি শাল। সঙ্গে যে ব্যাগটি নিয়েছিলেন সেটাও ওই শাড়ির কাপড় দিয়েই করা। আলিয়ার বেটার হাফ রণবীর কাপুর এদিন পরেছিলেন একটি সাদা ধুতি পাঞ্জাবি এবং শাল।
আরও পড়ুন: 'মনে রাখব...' রামমন্দিরের উদ্বো🔯ধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদীপ্তা?
আরও পড়ুন: মিঠুন পুত্রের জন্মছক বানিয়েছিলেন নিজের হাতে, আচমকা জ্যোতিষচর্চা ছাড়লে💃ন কেন দী🤪পঙ্কর দে?
আলিয়া ভাটের একটি ফ্যান পেজের তরফে এཧদিন একটি ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁরা আলিয়ার শারুত ছবি জুম করে পোস্ট করেন এক্সে যা আগে টুইটার নামে পরিচিত ছিল। সেখানে এই ছবিগুলো দিয়ে তাঁরা লেখেন, 'আলিয়া সেই শাড়ি পরেছেন যেখানে গোটা রামায়ণের গল্প তুলে ধরা হয়েছে আঁকার মাধ্যমে।'
এটা পোস্ট করার পরই অনেকে এই শাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই শাড়িটি চাই।' কেউ আবার লেখেন, 'ও আজক൩াল যা পোশাকই পরছে সেটাই এত আলাদা🍒, এত সুন্দর হচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই জন্যই ওকে এত ভালো লাগে।'
রামমন্দিরের উদ্বোধন প্রসঙ্গে
২২ জানুয়ারি উদ্বোধন হল অযোধ্যার রামমন্দিরের। অনেকেই মনে করছেন ১৫২৮ সালের পর ২০২৪ সালে রাম আবার তাঁর জন্মভূমিতে ফিরে এলেন। এই জন্যই গোটাꦏ অযোধ্যা জুড়ে উৎসবের আমেজ চলছে। জয় শ্রী রামꦐ ধ্বনিতে ভরে গিয়েছে বাতাস। এর মাঝেই এদিন রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: 'অভিনেত💟া হিসেবে কিছু ইচ্ছে আছে' নেত🌜িবাচক চরিত্র করতে চান ক্যাটরিনা! উইশলিস্টে আছে আর কী কী?
রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে এদিন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা যায়। এসেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, রজনীকান্ত, অনুপম খের। এদিকে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, 🅷ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, রণদীপ হুডা, কঙ্গনা রানাওয়াত প্রমুখ।