সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, তৃপ্তি দিমরিকে। এই ছবিটি প্রথমে চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পরে 'অ্যানিম্যাল'-এর মুক্তির দিন বদলে ১ ডিসেম্বর ঠিক করা হয়েছে।
রণবীর কাপুর
রশ্মিকা রণবীরকে জিগ্গেস করলেন তিনি কি বাচ্চার কথা ভেবেছেন? উত্তর এল 'হ্যাঁ, আমিও বাবা হতে চাই।' এরপরই রশ্মিকা বললেন, 'তুমি তোমার বাবার মতো হতে চাও না তাই না?' রশ্মিকার এই প্রশ্নেই বেজায় চটলেন রণবীর কাপুর। ঠিক তখনই তাঁর মনে এল ছোটবেলায় বাবার হাতে একের পর এক চড় খাওয়ার কথা। রণবীর রেগে রশ্মিকাকে সতর্ক করলেন, বললেন, তাঁর বাবা দুনিয়ার সবথেকে সেরা বাবা, তাঁকে যেন বাবার সম্পর্কে প্রশ্ন না করা হয়।
ভাবছেন এসব কী বলছি?
হ্যাঁ, বাবার প্রতি ছেলের এমনই এক ভালোবাসার গল্প নিয়ে আসতে চলেছে ‘অ্যানিম্যাল’। বৃহস্পতিবার রণবীর কাপুরের জন্মদিনে সামনে এসেছেন ছবির টিজার। যেখানে উঠে এসেছে বাবা অনিল কাপুর ও তাঁর ছেলে রণবীরের নানা মুহূর্ত। টিজারে রশ্মিকার উদ্দেশ্য রণবীর বলেন, তিনি তাঁকে যা খুশি জিগ্গেস করতে পারেন, তিনি সত্যি কথা-ই বলবেন, তবে বাবার বিষয়ে যেন কোনও প্রশ্ন না করা হয়। গোটা টিজারের রণবীরের আক্রমণাত্মক বাবার ভূমিকায় দেখা যায় অনিল কপুরকে। তবুও রণবীর বাবাকে ভালোবাসে তার সমর্থনেই কথা বলেন। ২মিনিট ২৬ সেকেন্ডের টিজার ভিডিয়োতে রয়েছে বেশকিছু অ্যাকশন, কার চেজিং দৃশ্য, রক্তপাত সহ নানান দৃশ্য। সবশেষে একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রণবীরকে। ব্যকগ্রাউন্ডে রণবীরের গলায় বলতে শোনা যায়, ‘এ তো সবে শুরু পাপা, এখনও অনেক কাজ বাকি, আমায় সেগুলো শেষ করতে হবে, আপনি হতাশ হবেন না।’ শেষে কার চেজিং-এর দৃশ্যে দেখা যায় রণবীর কাপুরকে। টিজারটি শেষ হয় ববি দেওলকে দিয়ে, তবে তাঁর মুখে কোনও কথা নেই, শুধুই ছুরি হাতে ইশারা করতে দেখা যায় তাঁকে।