এ এক আজব কারখানা! নইলে এমন ঘটনা ঘটতে পারে? ভাবছেন কী হয়েছে? এদিন অরিত্র দত্ত বণিক একটি স্ক্রিনশট শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছ꧑ে এক মহিলা লিংকডইনে নিজেকে রাত দখলের অন্যতম আহ্বায়ক বলে প্রোফাইলে দাবি করেছেন। সেটা দেখেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'এটা জহির করে কি উনি কাজ পাওয়ার আশা করছেন?' কারণ লিংকডইনে সাধারণত চাকরি খোঁজেন মানুষ, নিজের কাজের প্রচার করেন।
কী ঘটেছে?
গত ৯ অগস্ট কলকাඣতার বুকে আরজি কর হাসপাতালে যে নির্মম, ন্যক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা শহর, রাজ্য। চলেছে রাত দখলের মতো কর্মসূচি। দফায় দফায় প্রতিবাদ চলেছে শহরের বিভিন্ন প্রান্তে। আর সেই সময়ে যে প্রতিবাদে অংশ নিয়েছিলেন স্বতঃস্ফূর্ত ভাবে সেটারই উল্লেখ করলেন এক তরুণী তাঁর লিংকডইন প্রোফাইলের বায়োতে। আর সেটা দেখেই হাসাহাসির ধুম পড়েছে নেটমাধ্যমে।
অরিত্র দত্ত বণিক এদিনꦉ এই পোস্ট শেয়ার করে লেখেন, 'বোঝো কান্ড! আমার সিভিতে লিখতে হবে, সকল দলের ঘাপলা ধরে বেড়ানো একটি বদমাইশ!।'
অরিত্রর এই পোস্টে একজন মন্তব্য করেন, 'লিংকডইন একটি প্রফেশনাল সাইট যেখানে মানুষ ফ্রিলান্সিং বা চাকরির জন্য ক্লায়েন্ট অথবা কোম্পানিকে কানেক্ট করে। মানে মোদ্দা কথা নিজেকে আমরা এখানে বিক্রি করে থাকি। বিক্রির ক্ষেত্রে আমাদের বিশেষত্ব লিখে সাজাই মানে কেন আমাকেই কিনবে কেউ সেগুলো লিখি আরকি। 'Reclaim The Night' Key Campaigner -টা চাকরির মার্কেটে কী ধরণের ভ্যালু অ্যাড করবে জানতে মন চায়। আমি নিতান্ত অজ্ঞ। টিভিতে বা ইউটিউব পডকাস্টে এঁর মতো চাট্টি কঠিন👍 কথা বলার যোগ্যতা আমার নেই। তাই জানতে চাইছি। তাইলে পরের বার থেকে আমিও প্রফেশনালি প্রতিবাদে নামব। আমার সিভিটা ঢেলে সাজাতে হবে আরকি।' আরেকজন লেখেন, 'উনি হয়তো রাজনীতিকে পেশা বানাতে চাইছেন। ওঁর ক্লায়েন্ট হয়তো সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দল। উনি হয়তো প্রফেশনালি গণ-আন্দোলন পরিচালনা করতে চান। ওয়েডিং প্ল্যানার/ফটোগ্রাফার/ইভেন্ট ম্যানেজারের মতো উনি Mass Movement Planner হতে চাইছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'Key Campaigner বলা মানেই নিজেকে নেღত্রী হিসেবে জাহির করার চেষ্টা, লক্ষ্য কর one of the campaigner বলা নেই -- জাহির করার এই প্রবণতা কি এই আন্দোলন এ করা উচিত?'
আরও পড়ুন: 'ফুটবলের মাঠ, ৪টে মাথা...' চওড়া কপালের জন্ꦓয কটাক্ষে জেরবার প্রীতি!
চতুর্থ ব্যক্তি লেখেন, 'ইনি অত্যন্ত show off করেন। বড্ড চোখে পড়ে। দ্রোহের ছলে বহু মানুষকেই দেখলাম নিজের প্রচার চালিয়ে যেতে।' এಌই বিষয়ে বলে রাখা ভালো, যে কাজে তিনি স্ব🌞তঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছিলেন সেটাকে প্রচারের হাতিয়ার করায়, কাজ পাওয়ার মাধ্যমে জহির করায় নেটিজেনরা সেটা ভালো ভাবে নেননি।