অবশেষে জামিন পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। ১৮ মে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল পর্দার ‘শেඣখ হাসিনা’ নুুসরতকে। এরপর ১৯ মে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে অভিনেত্রীকে জেলে পাঠিয়েছিল। ১ দিন জেলে কাটানোর পর আজ মঙ্গলবার (২০মে) ছিল ফারিয়ার জামিনের আবেদনের শুনানি। অবশেষে জামিন পেলেন নুসরত।
মঙ্গলবার বৈষমꦅ্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে নুসরতকে জেলে পাঠিয়েছিল বাংলাদেশের আদালত। আর এর ঠিক এক দিনের মাথায় জামিন পেলেন 'ঢাকাই' সিনেমার নায়িকা নুসরত ফারিয়া। ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকালে অভিনেত্রীর জামিনের আবেদন মঞ্জুর করেন। একথা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
‘মুজিব: একটি জাতি📖র রূপকার’ সিনেমার এই অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারের পর গত দুদিন ধরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। এমনকি এই গ্রেফতারি নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও।
আরও পড়ুন-খুনের মামলায় ঢাকা থেকে গ্রেফতার নুসরত ফারিয়া, আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলেই ♔কি কোপ?
ফারুকী সোমবার বলেন, ‘নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুল𒅌াইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলি না। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। সেক্ষেত্রে আমারদের জন্য, নুসরত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল।’