৮ মার🐻্চ, শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন দেশের বিভিন্ন প্রান্তেই নানান অনুষ্ঠান হয়েছে। এরাজ্যও 🐽এই সেলিব্রেশনে বাদ যায়নি। আর এমনই এক সেলিব্রেশনে হাজির ছিলেন সুপারস্টার দেব। সেখানেই এক কাণ্ড করে বসলেন তাঁর এক অনুরাগী।
কিন্তু কী এমন ঘটেছে?
সোশ্যাল মিডিয়ার উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন সুপারস্টার দেব। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে উঠে আসেন এক অনুরাগী। যে কিনা আদপে একজন স্কুল পড়ুয়া। এরপর দেবের সঙ্গে হাত মেলাতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন ওই ছাত্রী। স্কুল ড্রেস পরেই দেখা গিয়েছে তাঁকে। এরপর সেলফি তুলতেও দেখা যায় ওই ছাত্রীকে🐷। তাঁর আবদার রাখেন দেব। সেই আবেগঘন মুহূর্তটিই উঠে এসেছে টলি অনলাইনের ক্যামেরায়।
আরও পডဣ়ুন-মাঠে জ্বললেন রো𝐆হিত, সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে জ্বলে উঠলেন জিতু
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক অনুরাগী লেখেন, 'আমি তো একবার স্বপ্ন দেখছিলাম, আমার স্কুলে দেব এসেছে।', আরও একজন লেখেন, ‘এটাই তো ভালোবাসা... এটা মন থেকে পাওয়া যায়... যেটা কারোর দম নেই’। কেউ আবার ‘খাদান’-এর ভাষাতে লেখেন, ‘রাজার রাজা’। আবার এখানেও উঠে এসেছে দেবভক্তদের সেই হিট স্লোগান, ‘আমার শ🦩িরায় শিরায় রক্ত, আমি দেবদার চরম ভক্ত’, আরও অনেকেই দেবের প্রতি ভালোবাসা জানিয়েছেন। তবে ট্রোলাররা কোনও জায়গাতেই থেমে থাಌকেন নি। একজন ভ্রু কুঁচকে লেখেন, ‘কত ন্য়াকামো হবে এই কলিযুগে, দেখেও হাসি পায়।’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে ভিডিয়ো ঘিরে।
তব🦋ে সুপারস্টার অভিনেতাকে ঘিরে অনুরাগীদের এই উন্মাদনা প্রথম নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে। কয়েকমাস আগে 'খাদান'-এর প্রচারের সময় এক অনুরাগী হঠাৎই মঞ্চে উঠে দেবকে জাপটে ধরেন, হাউ হাউ করে কাঁদতে দেখা যায়♑ তাঁকে। সেসময় অবশ্য বাধাও দেননি তারকা অভিনেতা। এমনই নানান ঘটনা ঘটেছে বহুবার।
প্রসঙ্গত, এই মুহূর্তে 'রঘু়ডাকাত'-এর প্রস্তুতিতে ব্যস্ত সুপারস্টার। রবিবার ছুটির দিনেও ময়দানে গিয়ে ঘোড়ায় চড়া শিখতে দেখা গিয়েছে 🔥অভিনেতাকে। ব্লকবাস্টার ꦰ'খাদান'-এর পর তাঁর নতুন ছবির আশায় রয়েছেন অনুরাগীরাও।