প্রায় বছর দুয়েক আগে ঘোষণা করা হয়েছিল রঘু ডাকাতের। কিন্তু নানা কারণে সেই প্রজেক꧅্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। শুধু তাই নয় তিনি ইতিমধ্যেই সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেটার ঝলক প্রকাশ্যে আনলেন এদিন।
আরও পড়ুন: দুরন্ত গতিতে ৫০০ কোটির𓄧 দোরগোড়ায় ছাবা! ১৮ তম দিনে বক্স অফিসে কত আয় করল ভিকির ছবি?
আরও পড়ুন: সারেগামাপা শেষ হতেই ন🐓তুন শুরুর ঘোষণা ফার্স্ট র🌊ানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
রঘু ডাকাতের প্রস্তুতি
বিগত বেশ কয়েক বছর ধরেই দেব বারংবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন। চরিত্রের 🧜প্রয়োজনে সাজিয়ে তুলেছেন। কখনও গোলন্দাজের জন্য শিখেছেন খালি পায়ে ফুটবল খেলা তো কখনও খাদানের জন্য কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক ভাষা♔। কিন্তু বর্তমানে খাদানের সাফল্য অতীত। তাঁর পাখির চোখ এখন একটাই রঘু ডাকাত। আর এই পিরিয়ড ফিল্মের জন্য কোনও কসরত বাকি ছাড়ছেন না দেব।
কিছুদিন আগেই নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন যে রঘু ডাকাত ছবিটির জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন। এদিন তিনি আবারও সেই কথাই মনে করিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ঘোড়া꧃কে খাবার খাওয়ানোর একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বোঝা যায় যে এই ছবির প্রস্তুতি তুঙ্গে। খালি ঘোড়া চালানো নয়, জানা গিয়েছে অভিনেতা নাকি সেই সময়কার ভাষাও রপ্ত করছেন।

রঘু ডাকাত প্রসঙ্গে
দেব অভিনীত রঘু ডাকাত ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্ꦅবাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। থাকবেন খাদানের 'কিশোরী' গার্ল ইধিকা পালও। SVF এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আসবে এই ছবি। ২০২৫ এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এটি।
সরস্বতী পুজোর দিন শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে রঘু ডাকাতের। সেখানে দেব, অনির্বাণ, ইধিকা ছাড়🌌াও রূপা গঙ্গোপাধ্যায়, প্রমুখকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: ‘এই অধ্যায়ের জন্য কৃতজ্ঞ’, সা রে গা মা পা -এর সফর শ💛েষ হতেই 'অমূল্য স্মৃতি'র পাতায় ডুব অন্তরার
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল থেকে𝓡 এলিমিনেট হয়েই ময়ূরী কে🥃ন বললেন, 'যে চ্যাম্পিয়ন হবে সেও একদিন বাদ পড়বে'?
দেবের অন্যান্য কাজ
দেবকে আগামীতে প্রজাপতি ২ ছবিতেও দেখা যাবে। অভিজিৎ সেন পরিচালিত 🧜সেই ছবিতে দেব ছাড়াও মিঠুন চকꩵ্রবর্তীকে দেখা যাবে। এই বছর শীতে মুক্তি পেতে পারে ছবিটি।