নতুন বছরের জানুয়ারিতে সাতপাকে বাধা পড়তে চলেছেন শ্𓄧বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। ইতিমধ্যেই দুই পরিবারের উপস্থিতিতে রীতি মেনে হয়েছে তাঁদের আশীর্বাদ। শ্বেতা-রুবেলের প্রি-ওয়েডিংয়ের ভিডিয়োয়ও দেখে ফেলেছেন দর্শক। সেখানে কখনও ওয়েস্টার্নে আবার কখনও ඣএকেবারে সাবেকি সাজে ধরা দিয়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়েতে কেমন সাজবেন শ্বেতা? তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কেমন হবে নায়িকার বিয়ে সাজ? জানালেন পোশাকশিল্পী রুদ্র সাহা।
টিভির পর্দায় হোক কিংবা কোনও ফটো শ্যুটে🅘র জন্য, অভিনেত্রীকে কনের সাজে অনেকবারই দেখেছেন দর্শকরা। কিন্তু নিজের বিশেষ দিনে সেই সাজে কেমন হবে শ্বেতার, তা দেখার জন্য তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রি-ওয়েডিং অভিনেত্রীর লুক সেট করেছিলেন পোশাকশিল্পী রুদ্র সাহা। বিয়ে থেকে বৌভাত, নায়িকার বিয়ের প্রতিটা অনুষ্ঠানেই তাঁকে সাজানোর দায়িত্ব নিয়েছেন রুদ্র। বিয়েতে অভিনেত্রীকে কেমন সাজাবেন সেই পরামর্শ চেয়ে একটি ভিডিয়োয় বানিয়ে ছিলেন রুদ্র।
আরও পড়ুন: বক্স অ⭕ফিসে ফার্স্টবয় দেব, পিছিয়েཧ নেই রুক্মিণীও! বছর শেষে বিরাট প্রাপ্তি নায়িকার, সুখবর দিলে সৃজিত
এবার রুদ্র এই সময় ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতার বিয়ের সাজ কেমন হবে তা জা⭕নান। তিনি জানান, শ্বেতার কী সাজ হবে তা নিয়ে এখন প্রতিটা দিনটা বেশ ভীষণ ব্যস্ততায় কাটছে তাঁর। রুদ্রর কথায়, ‘হাতে সময় আর একদম বেশি নেই। এখনও অনেক কাজ বাকি। শ্বেতার সঙ্গে দফায় দফায় পরিকল্পনা চলছে। যতই আমার উপর দায়িত্ব থাক, বিয়েটা তো ওঁর। ফলে শ্বেতার মতামত ছাড়া কিছুই হবে না।’
তবে আসলে কেমন সাজে শ্বেতাকে দেখা যাবে তার সবটা খুলে বলেননি রুদ্র। তিনি জানান, শ্বেতা বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি পরাবেন না, কিন্তু রংটা লাল ঘেঁষা হবে। আসলে সকলে তাঁকে লাল বেনারসিতে বহু বার দেখেছেন। তাই নিজের বিয়েতে আর লাল শাড়ি পরতে চান না অভিনেত্রী। তবে সাবেকি সাজেই সাজবেন তিনি। সোনার গয়না ও ফুলের মালায় একেবারে বাঙা🍸লিয়ানায় সাজবেন তিনি।
আরও পড়ুন: হাউ হাউ করে কেঁদে উঠলেন নায়িকা! লিখলেন, ‘রোজের সঙ্গী …’ হঠাৎ কী 🍸হল সদ্য বিবাহিতা সোহিনীর꧒?
কিন্তু বিয়ের সাজে বাঙালিয়ানার ছোঁয়া থাকলেও, বৌভাতে শ্বেতা একেবারে বলিউডি ধাঁচে সাজবেন, পরবেন🅠 প্যাস্টেল রঙের লেহঙ্গা। নতুন বৌয়ের সাজে শ্বেতাকে কেমন লাগে স👍েটাই এখন দেখার।
প্রসঙ্গত, নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপাও করেননি রুবেল-শ্বেতা। ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। শুরুর দিকে তাঁরা অবশ্য নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাইতেন না। পরে রুবেল-শ্বেতা দুজনেই খুল্লাম খুল্লা প্রেম করেছেন। ෴প্রেমে⛄র কথা সকলের সামনে মেনেও নিয়েছেন।
শꦛোনা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা জুটি। শ্বেতা আর রুবেলের ফ্যানদের পক্ষ থেকে শোনা গিয়েছে ১৯ জানুয়ারি নাকি তাঁরা সাতপাকে বাধা পড়বেন।