ইন্ডাস্ট্রির পার্টি হোক বা শহুরে কোলাহলকে ফাঁকি দিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়া, জীবনের ছোট-বড় প্রতিটি ধাপেই তাঁরা একে অপরের সঙ্গী। হৃতিক রোশন এবং সাবা আজাদ। আলোর উৎসবও একসঙ্গে কাটালেন দু'জনে। শুভেচ্ছা জানালেন অনুরাগী🌃দের।
সোমবার ইনস্টাগ্রাম প্রেমিকা সাবার একটি নিজস্বী পোস্ট করেছিলেন হৃতিক। উৎসবের আমেজে দু'জনের পোশাকেই রংমিলান্তি। সাদা রঙে যেন গাঢ় হয়েছে প্রেম। বিশেষ দিনে হৃতিক পরেছিলেন পাঞ্জাবি। সাবা সেজে 🔯উঠেছিলেন সালোয়ার কামিজে। ছবিটি দিয়ে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লেখেন, 'শুভ দীপাবলি'। তার সঙ্🌊গেই জুড়ে দিয়েছেন দু'টি প্রদীপের ইমোজি।
বেশ কয়েক মাস ধরে সম্পর্কে 😼রয়েছেন হৃতিক এবং সাবা। প্রেমের কথা যদিও এখনও সরাসরি স্বীকার করেননি তাঁরা। তবে রোশন পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটাতে দেখꦯা যায় সাবাকে। হৃতিকের সহকর্মীদের অনুষ্ঠানেও ডাক পড়ে তাঁর। নেটমাধ্যমেও দু'জনের খুনসুটি চোখে পড়ার মতো।
দিন কয়েক আগেই সাবার সঙ্গে ইনস্টাগ্রামে প্রথম বার ছবি পোস্ট করেছিলেন হৃতিক। ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেয়ে দু'জনে লন্ডন ঘুরতে গিয়েছিলেন। তাঁদের সেই অবসর যাপনের ঝলক বরাদ্দ থেকেছে হৃতিকের অনুরাগীদের জন্য
(আরও পড়ুন: ‘অজুহাত’ দেন না লক্ষ্যে অবিচল হৃতিক! বয়ফ্রেন্ডের গুণগান শুনে কী লিখলেন সাবা?)
হৃতিক এব𝓡ং সাবার বয়সের পার্থক্য নিয়ে চর্চা কম নয়। মাঝেমধ্যেই তা নিয়ে নানা কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। কিন্তু যাবতীয় নেতিবাচকতাক🍸ে দূরে সরিয়ে নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা।