ছবির প্রচারে কম ঝক্কি পোয়াতে হয় না তারকাদের। এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়ানো, ক্লান্তিহীন ভাবে একেরꦑ পর এক সাক্ষাৎকার দেওয়া- এই♌ সবকিছুতে তো তাঁরা অভ্যস্ত। তবে প্রচারে চমক আনতে মাঝেমধ্যে সেলেবরা এমন কাণ্ড ঘটান যা দেখে চোখ কপালে উঠে যায়! তেমনটাই করলেন ‘ভেড়িয়া’ জুটি। ছবির প্রচারে মুম্বইয়ের বিখ্যাত সিঙ্গল স্ক্রিন থিয়েটার 'গেইটি গ্ল্যালাক্সির ছাদে উঠে উদ্দাম নাচলেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যান।
এদিন আসমানি নীল শিফন শাড়িতে ছꦰিলেন কৃতী। অন্যদিকে সাদা কুর্তা আর নীল 🐭ডেনিমে সেজে বরুণ। সুরু জানালা দিয়ে সিনেমা হলের কার্নিশে পা দিতে বেশ বেগ হল দীর্ঘাঙ্গী কৃতীকে। শাড়ি সামলে মাথা নীচু করে কোনরকমে প্রবেশ করেন নায়িকা। এরপর যদিও হাসি মুখে ‘ঠুমকেশ্বরী’ গানে নাচলেন বরুণ-কৃতী। ছবির প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়তে না-রাজ ‘ভেড়িয়া’ টিম।
তবে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ভাইরাল হতেই ⛄অনেকেই প্রশ্ন তুলছেন, বরুণ-কৃতীর এই পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে ছবির প্রচারে আপত্তি রয়েছে তাঁদের। একজন লেখেন, ‘এই সব করবার কী দরকার?’ অপর একজন লেখেন, ‘ভোট চাইতে নেতারা সবকিছু করতে পারেন, আর ছবির প্রচারে অভিনেতারা! কোনও মানে আছে এইসবের?’
পরিচালক অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’তে বরুণ-কৃতী ছাড়াও রয়েছেন দীপক ডোবরিয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘স্ত্রী’র মতো হরর কমেডি তৈরি করেছেন অমর কৌশিক। তাই এই ছবি ঘিরেও সিনেপ্রেমীদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে বিস্তর। আগামী ২৫শে নভেম্বর মুক্তি পাবে এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন। এর আগে বহু হলিউড ছবিতে ‘ও🐭য়ারউলফ’ দেখেছি আমরা, এবার হিন্দি ছবির পর্দায় নেকড়ের হুঙ্কার শোনবার পালা।