বর্ষশেষ আর নতুন বছরের শুরু উদযাপনে বেশিরভাগ বলিউড তারকাই ছেড়েছেন দেশ। সেই তালিকায় সামিল হল অভিনেত্রী কৃতি শ্যাননের নামও। দুবা✤ইতে পার্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚটি মুডে ধরা পড়লেন অভিনেত্রী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সেই পার্টিতে ছিলেন ক্যাপ্টেন কুল ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী।
বোন নুপুর শ্যাননের সঙ্গে প🔴ার্টি করতে দেখা গেল কৃতিকে। ভাইরাল হওয়া একটি ছবি যাতে কৃতি-নুপুর-সাক্ষী-ধোনি রয়েছেꦡন, সেখানে দেখা মিলল নুপুরের চর্চিত প্রেমিক স্টেবিন বেনও।
হ্যাপি মুডে তোলা ছবিটিতে কৃতিকে দেখা গেল অফ শোল্✱ডার কমলা আর নীল রঙের পোশাকে। পাশে কালো লেদার জ্যাকেটে নুপুর। আর নুপুরের গা ঘেঁষেই দাঁড়িয়ে আছেন সাক্ষী। পাশে মাহি। কালো রঙের শার্ট আর একই রঙের প্যান্ট পরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএই পার্টি থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন বিগ বস-খ্যাত আব্দু রোজিক ও ঋষভ প✱ন্থ। আব্দু তাঁর আর ধোনির ছবিখানা শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘প্রক্রিয়া ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি প্রক্রিয়ার যত্ন নেন, তবে আপনি ফলাফল পাবেন!’
২০২৩ সালটি কৃতি স্যাননের জন্য একটি গৌরবময় বছর ছিল, কারণ এই বছর তিনি জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার। তিনি এই সম্মানীয় পুর𓄧স্কার পাচ্ছেন জানতে পারার পর কেমন লেগেছিল প্রশ্নে কৃতির জবাব ছিল, ‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। আমি মাকে ডাকতে শুরু করি, শুনে সঙ্গে আমার বোন নূপুরও এসে হাজির হল। এটি একটা আবেগময় মুহূর্ত ছিল যা আমি সবসময় মনে থাকবে। আমার মা নাচছিলেন, সবাই একে অপরকে জড়িয়ে ধরেছিলাম।’
তিনি আরো বলেছিলেন, ‘মিমির মতো সুযোগ যেকোনও অভিনেতার জন্যই ▨বিরল। আর জাতীয় পুরষ্কার পাওয়া বিশাল বড় বিষয়। এটা প্রত্যেক অভিনেতারই স্বপ্ন। আমি ২০২০ সালে আমার ডায়েরিতে জাতীয় পুরস্কার জয়কে নিজের একটা স্বপ্ন হিসাবে লিখে রেখেছিলাম। তবে এত তাড়াতাড়ি এটা ঘটবে বলে আশা করিনি! এটি সরকারের কাছ থেকে আসা সর্বোচ্চ বৈধতা।’
কাজ☂ের ফ্রন্টে, কৃতিকে এরপর শহিদ কাপুরের সঙ্গে একটি শিরোনামহীন সিনেমায় দেখা যাবে। এছাড়াও পাইপলাইনে রয়েছে কারিনা কাপুর খান এবং টাবুর সঙ💞্গে ‘দ্য ক্রু’।