বিগত বেশ কিছু সময় ধরেই চর্চায় আছে কৃতি শ্যাননের প্রেম জীবন। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি নাকি কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন। যদিও তাঁরা কেউই তাঁদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। কিন্তু তাঁদের বর্ষবরণের ছবি প্রকাশ্যে আসতেই ফের সেই চর্চার আগুনে যেন ঘি পড💜়ল!
কী ঘটেছে?
সম্প্রতি একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যা নতুন করে উসকে দিয়েছে কৃতি এবং কবীরের প্রেমের চর্চা। একটি ছবিতে দেখা যাচ্ছে কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। তাঁর মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা 𝓰ভীষণই ব্লার তবুও তাঁদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরেকটা ছবিতে দেখা ﷽যাচ্ছে কৃতি এবং কবীর অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফাতেহ আলি খান এবিজ মেহউইশ হায়াতের একটি কনসার্টে গিয়েছেন। সেখানে আরও অনেক তারকারাই এসেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে কবীর কৃতির ফোন দেখছেন। আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই।
তবে বর্তমানে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা সবথেকে বেশি উসকে দিয়েছে অন্য একটি ছবি। একটি পুলে তাঁদের জলকেলি করতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'দেখুন তো কারা?' আর সেখানেই কবীর এবং কৃতিকে ট্যাগ করা হয়েছে। আর এই পোস্টেই বন্যা বয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে মন্তব্যর। কেউ কেউ লিখেছেন ওঁরা নাকি একেবারে পারফেক্ট জুটি। তবে 🍰এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি শ্যানন এবং কবীর বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ছবির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের মুখ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর-দীপিকা! মেয়েকে নিয়ে༺ কবে শিফট করছেন ১০০ কোটির 🥂নতুন বাড়িতে?