আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। ৪৪ বছর আগে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। রেখে যান তাঁর কাজ এবং অগণিত ভক্তদের। আজ বাংলা ছবির মহানায়ক বলতে সকলেই তাঁকে বোঝেন। আর এমন দিনেই এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন ম꧋ুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা পেলেন এবার এই সম্মান?
এবার কারা মহানায়ক উত্তম কুমার সম্মান পেলেন?
২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত ২৩ জন অভিনেতাকে মহানায়ক 🍷সম্মান জানানো হয়েছে বলে এদিনের অনুষ্ꦰঠানে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়েছে বলেও তিনি জানান। বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে এই ১৪১ জনকে। চলচ্চিত্র জগতে অবদানের জন্য ২১ জন পুরস্কৃত করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীলেখা - অরিন্দম - সৃজিতের গল্পে সাজছে নতুন OTT প্ল্যাটফর্ম, 'ফ্রাইডে' - তে থা🌱কছে 🌼আর কোন চমক?
২০২৪ উত্তম স্মরণ মঞ্চ থেকে এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এ🥀ই পুরস্কার পেয়েছেন।
এদিনের এই অনুষ্ঠানে মহানায়কের স্মরণে মᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুখ্যমন্ত্রী বলেন, 'মায়ের সঙ্গে ছোটবেলায় উত্তম কুমারের সিনেমা দেখেছি। ওঁর ছবিꦚর গান শুনেছি। উনি আমাদের সবার হৃদয়ে আছেন।'
ইতিমধ্যেই এই পুꦡরস্কার দেব, অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত সহ টলিউডের একাধিক অভিনেতাই পেয়েছেন সিনেমা জগতে তাঁদের অবদানের জন্য।