‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য অভিনেতা আদৃত রায়। গত বছরই প্রকাশ্যে এনেছিলেন নিজের প্রেমিকার ছবি। যদিও ব্যক্তিগত জীবনে নিয়ে বেশ চাপা স্বভাবের অভিনেতা। শোনা গিয়েছিল বিয়ের গু🐓ঞ্জনও। কিন্তু নতুন বছরের শুরুতেই শোনা গেল প্রেম ভাঙার খবর। টেলিপাড়ার গুঞ্🐟জন, অভিনেতার ব্যক্তিগত জীবন নাকি ভেঙে একাকার। দীর্ঘ দশ বছরের প্রেম নাকি কিছু মাস আগেই ভেঙে গিয়েছে!
আদৃতের প্রেমিকার নাম ছিল সুপ্রিয়া মণ্ডল। দীর্ঘ ১০ বছর তাঁদের সম্পর্ক। দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। গত বছর আচমকা ‘ফাঁস’ হয়ে যায় আদৃত ও সুপ্রিয়ার প্রেমের কথা। অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এক অনুষ𒐪্ঠানে জুটির একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
সূত্রের খবর, আদৃতের বিয়ে নিয়ে যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা এখন বিশ বাঁও জলে। অর্থাৎ আদৃতের বিয়ে হচ্ছে না। সুপ্রিয়া (আদৃতের প্রাক্তন প্রেমিকা) -র সঙ্গেও নাকি এখন আর সম্পর্কে নেই অভিনেতার। তবে কেন সম্পর্ক ভাঙল? সেবিষয় এখন জানা যায়নি। শোনা যাচ্ছে, এক সহ-অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যেই জমে উঠেছে আদৃতে♉র 💯বন্ধুত্ব। সে ব্যাপারে কানাঘুষোর অন্ত নেই, তবে মুখ খুলতে নারাজ দুজনেই। প্রেম ভাঙার খবর নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা চললেও, একটি শব্দও এ বিষয় খরচ করেননি উচ্ছেবাবু।
প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাঁর জন্মদিনে একটি প্রাইভেট পার্টির ব্যবস্থা করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্♕ট্রির অনেক সহকর্মী এবং বন্ধুরা। বান্ধবী সুপ্রিয়াকে নিয়ে হাজির হয়েছিলেন আদৃত। এদিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সেখানে আদৃত, সুপ্রিয়া, অনামিকা ও অনামিকার প্রেমিক অভিনেতা উদয় প্রতাপ সিংকে একফ্রেমে দে𒉰খা গেছে।
রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় সহকারী পরি♒চালক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। এরপর ‘নূর জাহান’, ‘প্রেমꦛ আমার টু’, ‘পরিণীতা’, 'পাসওয়ার্ড'-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদৃত। অভিনয়ের পাশাপাশি আদৃতের গানের গলাও দুর্দান্ত। গত বছর মিঠাই-এর সঙ্গে ছোটপর্দায় সফর শুরু করেন এই তারকা।