গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পিয়া চক্রবর্তী। অনুপম রায়ের ঘরণী হিসাবে একসময় টলিপাড়ায় পরিচিত ছিলেন তিনি, পরে সেই বিয়ে ভেঙে যায়। বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতার চর্চা। তবে তখন পিয়াকে🎐 শুধুই ‘বন্ধু’ বলে আলোচনা এড়িয়েছিলেন পরম।
দু-বছর পর পিয়াকে বিয়ে করেন পরমব্রত। অতীতের সেই চর্চা এতে সত্যি বলেই ধরে নিয়েছেಞ অধিকাংশ। তবে তা মানতে রাজি নন নায়ক। এর মাঝেই সন্তান চর্চা নিয়ে বিরক্ত পিয়া! দুই সন্তানকে ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছেন তিনি, এমন ভুয়ো খবর চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে এক সাক্ষাৎকারে আগেই মুখ খুলেছিলেন অনুপমের প্রাক্তন, এব🌱ার সোশ্যাল মিডিয়ায় ফলাও করে লিখেন কড়া বার্তা।
এদিন ফেসবুকের দেওয়ಞালে তিনি লেখেন- ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়,🍎 একটিও নয়। দয়া করে ফের নিউজ ফ্যাক্টরির দ্বারা মুর্গী হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।’
পিয়ার এই পোস্টে মন্তব্যের বন্য়া। আবির চট্টোপাধ্যায় পত্নী, নন্দিনী আগেও মুখ খুলেছিলেন পিয়ার সমর্থনে। এবার তিনি লেখেন, ‘আমি তো তোমার বাচ্চাদের ছবিও দেখলাম ﷽কিছু পোর্টꦏালে। তাদের আসল বাবা-মা কে, সেটাও জানি। যাকগে, কী বলবো আর'। সঙ্গীতশিল্পী জয় সরকার, খানিক হালকা ছলে লেখেন-'তুমি তো আমায় সন্তানের মতো ভালোবাসো পিয়া! জনতা মনে হয় সেই ব্যাপারটার সাথেই গুলিয়ে ফেলেছে'। অনুশা বিশ্বনাথন মানে জল থই থই ভালোবাসার তোতা লেখে- ‘আছো তো বাচ্চা, আমি আর ঋতব্রত (মুখোপাধ্যায়)’।
এর মাঝেই এক নেটিজেন পিয়াকে প্রশ্ন করেন, ‘তাহলে অনুপমদা কি আপনার স্বামী ছিল না?’ এই কটাক্ষ এড়িয়ে য🌟াননি পিয়া। পালটা লেখেন-'ওঁনার অথবা আমার, কারুর কোনও সন্তান নেই। এইটুকু তথ্য যদি অনুরাগী হ🔯িসাবে আপনার বা মানুষের না থাকে, তাহলে কিছু বলার নেই'।
শুভাকাঙ্ক্ষীরা পিয়াকে এই নেতিবাচক মন্তব্য এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে অভিমানী পিয়া লেখেন, ‘আমি পাত্তা দিইনি এতদিন। তারপর দেখলাম ভাইরাসের চꦉেয়েও বেশি ছড়াচ্ছে’।
এর আগে সন্তান বিতর্ক নিয়ে পিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শুনছি আমার দু’জন সন্তান আছে, যাদের অবহেলা করছি! এটা সম্পূর্ণ ভুল তথ্য। এর জেরে ন্যারেটিভটা এমন হল যেন আমার দুটো বিয়ের মাঝে কোনও গ্যাপ নেই। অমুকের বউ তমুককে বিয়ে করলেন, এই লাইনটার মধ্য়ে ভয়ঙ্কর মিসোজিনি রয়েছে। আমি🧔 যে দুই পꦰুরুষের সঙ্গে লিঙ্কড, তাঁরা বিখ্যাত। তার মানে এই নয়, আমার পরিচিতি হবে আমি কারুর এক্স। আর যে দু’জন পুরুষের কথা আসছে, তাঁরাও কিন্তু কারুর প্রাক্তন'।