গত রবিবার ঠাকুরপুকুর বাজারের মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি ন꧒িয়ে ঢুকে পড়েন ভিক্টো, শ্রিয়া, ঋ, প্রমুখ, এমনই অভিযোগ উঠেছে সম্প্রতি। এই ঘটনার𒊎 পর দারুণ ভাইরাল হয় শ্রিয়ার মদ্যপ অবস্থায় পুলিশের ভ্যানে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা। গোটা বিষয় নিয়ে মুখ খুললেন প্রেরণা ভট্টাচার্য। কী বললেন তৃণা সাহা?
কী বললেন প্রেরণা?
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রেরণা ভট্টাচার্য একটি পোস্টে লেখেন, ' গাড়িতে ৩ জন ছিল, তাদের সঙ্গে আমি কাজ করেছি আলাদা আলাদা সিরিয়ালে। ৩ জনকেই চিনি, একজন আরোহীর সিটে বসা অভিনেত্রী সুযোগ বুঝে পালিয়ে গেলেন। তার ছবি ভিডিয়ো কিছুই ভাইরাল হল না। একজন মাথা অবধি মদ খেয়ে গাড়ির স্টিয়ারিং হাতে নিল এটা জাস্ট মানতে পারলাম না। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যে কতটা ভয়ানক হতে পারে সেটা কল্পনার বাইরে। অতগুলো মানুষের ক্ষতি হল, একজন মারা গেলেন। এটা জামিন অযোগ্য অপরাধ। সঠিক বিচার হওয়া দরকার। যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি একমাত্র দোষী কিন্তু তাঁর কোনও ভিডিয়ো ভা🤡ইরাল হল না। আর একজন মহিলা সেও পিছনের সিটে ছিলেন তিনি সুবিধা বুঝে পালিয়ে যেতে পারেননি তাই আজকে তাঁর বিভিন্ন ক্লিপ ভাইরাল হল।'
তিনি এদিন আরও লেখেন, 'নেশা করে গাড়িতে যাত্রীর আসনে বিশ্লে কোনও সমস্যা হওয🐈়ার কথা নয় কিন্তু। নেশা করে গাড়ি চালালে সেটা বড় অপরাধ। তাই ওই মহিলার ক্লিপ ভাইরাল করবেন না। দোষী তিনজনেই।'
আরও পড়ুন: নির্ধারিত সীমার ৩ গুণ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল𓂃েন ভিক্টো! রিপোর্টে কী জানাল♚ পুলিশ?
কী জানিয়েছেন তৃণা?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণা সাহা জানিয়েছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অপরাধ সে তারকা হন বা অন্য কেউ। তৃণജার কথায়, 'যাঁরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাঁদের যাঁরা সমর্থন করছেন তাঁরাও সমান দোষী। অনেকেই পার্টিতে গেলে ড্রাইভার নিয়ে যান, ক্যাবে যাতায়াত করেন। এটা যাঁর যাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ওঁরা অন্যায় করেছে, শাস্তি হওয়া দরকার। তবে একজন এরকম করেছে বলে গোটা ইন্ডাস্ট্র🌟িকে দোষ দেওয়া হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালাতে তো ইন্ডাস্ট্রি বলে দেয়নি।'