জমাইষষ্ঠ💟ীর দিনই খোদ শ্বশুরবাড়ির শহর কলক𝐆াতায় এসে চমকে দিয়েছেন আশিস বিদ্যার্থী। এই শহরে এসেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন কলকাতার জামাইবাবু। প্রাক্তন রাজোশি বড়ুয়াকে ভুলে এবার অসমের রূপালি বড়ুয়াকে জীবনসঙ্গী বেছেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। তা আবার ৬০ বছর বয়সে পৌঁছে! প্রাক্তন স্বামীর এমন পদক্ষেপে মুখে কিছু না বললেও ইনস্টাস্টোরিতে ইঙ্গিতপূর্ণ কিছু কথা লিখেছেন প্রাক্তন রাজোশি।
কিন্তু কেন ভেঙেছিল 😼রাজোশি বড়ুয়ার সঙ্গে আশিস বিদ্যার্থীর বিয়ে? এবিষয়েই মুখ খুলেছেন আশিসের প্রাক্তন শাশুড়িমা, অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। আনন্দবাজার অনলাইনকে শকু♈ন্তলা বড়ুয়া জানিয়েছেন, এতবছর বিবাহিত জীবনে তিনি কখনও মেয়ে এবং প্রাক্তন জামাইয়ের মধ্যে ঝগড়া দেখেননি। তাই কী ঘটেছে, তাঁরও বোঝার বাইরে। শকুন্তলা জানিয়েছেন, আর পাঁচজন মায়ের মতো তিনিও তাঁর মেয়েকে নিয়ে চিন্তা করেন। জানতেন মেয়ে ভালো আছে। যদিও এরপরেও প্রাক্তন জামাই আশিসকে ‘ভালো ছেলের’ই তকমা দিয়েছেন তিনি। এতকিছুর পরেও প্রাক্তন জামাইকে আশীর্বাদ করেছেন শকুন্তলা বড়য়া। তাঁর কথায়, দুজনেই প্রাক্ত বয়স্ক, তাই কিছুই বলার নেই। ওরা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথাও বলেনি।
আরও পড়ুন-Ashish Vidyarthi: আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়🍒ে, মন ভালো নেই প্রথম স্ত্রী রাজোশির! লিখলেন ইঙ্গিতপূর্ণ কিছু কথা…
শকুন্তলা বড়ুয়া জানান, আশিস-রাজোশির ছেলেও এখন বড়, তিনিও চাকরি করছেন, কিছুদিন আগে তাঁর সঙ্গে দেখাও করে গিয়েছেন। এদিকে শকুন্তলা ▨বড়ুয়ার মেয়ে রাজোশি বড়ুয়ার সঙ্গে আশিস বিদ্যার্থীর দাম্পত্য জীবন ছিল দীর্ঘ ২২ বছরের। তাঁদের সুখে সংসার ভাঙার ঘটন💙াতেও যেমন সকলে অবাক তেমনই অবাক তাঁর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে।