বাড়লে বয়স মানুষ চেনা যায় কি? নিজেরই জন্মদিনে মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের এই গান দিয়েই প্রশ্ন তুললেন সিধু। গত ২৮ ডিসেম্বর জন্মদিন ছিল ক্যাকটাস ব্যান্ডের অন্🌄যতম লিড ভোকালিস্ট সিཧদ্ধার্থ শঙ্কর রায় ওরফে যাঁকে সকলে সিধু বলে ডাকেন তাঁর জন্মদিন। আর নিজের জন্মদিনেই একটি বিশেষ আয়োজন করেছিলেন গায়ক।
গানে গানে পালন সিধুর জন্মদিন
গতꦦ ২৮ ডিসেম্বর বসেছিল সিধুর জন্মদিনের জমাটি অনুষ্ঠানের আসর। গায়কের জন্মদিন জমে উঠেছিল গানে গানেই। তাঁর জন্মদিনের দিন তাঁর একাধিক সতীর্থদের দেখা যায়। এসছিলেন ক্যাকটাসের আরেকজন লিড ভোকালিস্ট পটাও এসছিলেন, ছিলেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উপল সেনগুপ্ত। এছাড়া উজ্জয়িনী, প্রমুখকেও দেখা যায়।
আরও পড়ুন: 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজ💛ের ইচ্ছে রাজকুমারের, তব♏ুও এত সময় লাগল কেন?
আরও পড়ুন: বলিউডের নিজের লোক করণের সামনেও মুখ খুলত⛦ে নারাজ সেলেবরা, আরেকটু হলেই ফায়ার হয়ে যাচ্ছিল র্যাপিড ফায়ার
অনিন্দ্য, উপলকে এদিন বন্ধুর জন্য গান গাইতে দেখা যায়। বাদ যাননি উজ্জয়িনীও। তিনি এদিন সিধুর জন্য বার্থডে সং পর্যন্ত গান। অনুষ্ঠান শেষে কেক কাটেন সিধু। তাঁকে মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের গান, বাড়লে বয়স মানুষ চেনা যায় কি যেমন গাইতে শোনা যায়, তেমনই তিনি তাঁদের ব্যান্ডের সেই যে হলুদ পাখি গা𒆙নটিও গান।
এদিন এই বিশেষ অনুষ্ঠানের ܫএকটি কোলাজ ভিডিয়ো ♓পোস্ট করে বার্থডে বয় লেখেন, 'এবার জন্মদিনে প্রাপ্তির ঝুলি পরিপূর্ণ। উদযাপনের নানা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম!'
আরও পড়ুন: দীপিকা-হৃতিক, ক্যাটরিনা-বিজয়: নতুন সালে বলꦜিউডের উপহা🦄র ১১টি নতুন জুটি