জানতেন কি সোনু নিগমের নিজের একটি বোন আছে। শুধু তাই নয়। তিনিও একজন গায়িকা! সম্প্রতি তাঁরা ফের একত্রে একসঙ্গে কাজ করলেন একটি নতুဣন সিঙ্গল গানের জন্য। তাঁ🔴দের এই নতুন গানটির নাম হামনাভা। এটি তাঁদের একত্রে করা পঞ্চম কাজ।
আরও পড়ুন: অ্যানিম্যাল থেকে সোজা রামায়ণ! রাম হয়ে উঠতে কঠিন কসরত করছেন রণবীর, চেহারায় ক꧙োন কোন বদল আ🐽নলেন?
সোনু এবং তিশার নতুন গান
এই নতুন গান, হামনাভার প্রসঙ্গে সোনু বলেন, 'নিজের ছোট্ট বোনের 🦹সঙ্গে ডুয়েট গাইতে পারলে সবসময়ই ভীষণ ভালো লাগে। এটা এক অনন্য অনুভূতি।' অন্যদিকে তিশা নিগম বলেন, 'ও যে খালি আমার ভাই তাই নয়। ও বর্তমান সময়ের সবথেকে বড় গায়কও বটে। তাই ওর সঙ্গে কাজ করতে পারা মানেই একটা গর্বের🌞 বিষয়।'
হামনাভা গাꦯনটি প্রসঙ্গে সোনু নিগম জানান, 'এই গানটি দুর্দান্ত প্যাশন দিয়ে বানানো হয়েছে। লিরিক্সও ভীষণ ভালো। আমি চেষ্টা করেছি মন দিয🅰়ে গানটার ইমোশন তুলে ধরতে। আমি গানটি যদিও আগেই গিয়েছিলাম। এমনকি শ্যুটিংও করে নিয়েছিলাম। তিশাকে সদ্যই আনা হয়েছে মহিলা কণ্ঠের অংশটুকু গাওয়ানোর জন্য।'
প্রায় এক দশক পর ফের একসঙ্গে কাজ করলেন সোনু নিগম এবং তিশা। ২০১৩ সালে তাঁরা শেষবার একসঙ্গে সিং সাব দ্য গ্রেট ছবির টাইটেল ট্র্যাক গেয়েছিলেন। এছাড়া সেই গানটি সহ মোট দুটো হিন্দি এবং দুটো তেলুগু ছবির গান গেয়েছিলেন একসঙ্গে। হামনাভা গানটি তাঁদের একত্রে করা পঞ্চম প্রজেক্ট এবং নন ফিল𓆉্ম মিউজিকের দিক দিয়ে দেখতে গেলে এটি তাঁ𒁏দের প্রথম কাজ।
প্রসঙ্গত সোনু নিগম এখন বেজায় ব্যস্ত। গত দুই মাসে তিনি ৩০ টির বেশি ক♓নসার্টে পারফর্ম করেছেন। আগামী মাসেই তাঁর লন্ডন ট্যুর আছে। এর মাঝেই মুক্তি পাচ্ছে তা෴ঁদের এই সিঙ্গল হামনাভা।