গত বছর আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা বাংলা, আন্দোলনের ঢেউ লাগে দেশ, বিশ্বেও। সেই সময় তো🐷 বটেই, অন্যান্য নানা সময়ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের কার্টুন বানান কার্টুনিস্টরা। এদিন তাঁদের আঁকা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কী জানালেন?
আরও পড়ুন: 'মরতে বসেছে, এখনও...' পাকিস্তানি অভিনেত্রীর নিশ♎🍸ানায় জাভেদ আখতার! কী ঘটেছে?
কী ঘটেছে?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় কথা বলেন তাঁর🦄 কার্টুন নিয়ে। দুর্গাপুর জংশন অভিনেত্রী বলেন, 'লোকজন খুব বিকৃত কার্টুন টার্টুন আঁকতে শুরু করল। খুবই আমার বুকটাতে কনসেন্ট্রেট করে ওরা। কার্টুনগুলো যখন ওরা দেখি শরীরটা খুব সরু কিন্তু জোর দেয় আমার স্তনের দিকে। হয়তো তারা আমার মধ্যে শুধু এই একটা জিনিসই দেখতে পায়।'
তিনি এদিন জানান তেমন বেশ কয়েকটা পোস্টার তিনি পꦡ্রিন্ট করে রেখেছেন। কারণ ব্যাখ্যা ক꧅রে বলেন, 'আমি আসলে আরজি কর কাণ্ডের সময় আমার এক দুটো পোস্টার প্রিন্ট করে রেখেছি কারণ ওগুলো ভীষণ সুন্দর। তাছাড়া ওদের কেউ কেউ আবার আমার স্তনগুলো সত্যিই দারুণ সুন্দর ভাবে এঁকেছিল। আমার আসলে অত সুন্দর স্তন নয় যতটা ওরা এঁকেছিল। আমি ভীষণই মুগ্ধ হয়েছিলাম। আমি একটা করে কপি রেখেছি।'
স্বস্তিকা এদিন আরও জানান, 'প্রতিদিন না হলেও, সপ্তাহে দুই তিনদিন ꦗতো এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, বা কেউ একজ✨ন আলাপ করাল কারও সঙ্গে তখন তাঁরা নমস্কার করেই এভাবে তাকায় (স্তনের দিকে ইঙ্গিত করে)। আমি তখন পাল্টে তাঁদের মুখের দিকে তাকাই।'
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আ🌃গেই ফের মিশকা হয়ে অনꦡুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শকরা বর্তমানে দুর্গাপুর জংশন ছবিতে দেখতে পাচ্ছেন। দুর্গাপুর জংশন ছবিটি ২৫ এপ্রিল বড় পর্দায় রিলিজ করল। অরিন্দম ভট্টাচার্য ছবিটির পরিচালনা করেছেন। শিবপুর ছবিটির পর আবারও এখানে তাঁর পরিচালনায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়ও। এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। সাহেব বিবি গোলাম ছবির পর আবারও দুর্গাপুর জংশনে স্ক্রিন ভাগ করলেন বিক্রম এবং স্বস্তিকা। আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে দুর্গাপুর জংশন। ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো💯 কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতেই। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একাবলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।