বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননকে সম্প্রতি একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তাঁদের কী কখনও কোনও প্রজেক্ট ছাড়তে হয়েছে তাঁরা বেশি টাকা চেয়েছেন বলে? কৃতি জানান, তিনি একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছেন কারণ সেই কাজের জন্য যতটা অর্থ তাঁর সঠিক বনে মনে হয়েছে সেটা চেয়েছেন এবং পাননি। এটার উত্তরে বরুণ বলেন, সেই প্রথম নয়, এর আগেও বহু অভিনেত্রী তাঁদের নিজেদের জন্য স্ট্যান্ড নিয়েছেন, এবং কম অর্থের বি🌟নিময়ে কাজ করতে চাননি।
ব🍬রুণ এবং কৃতি এখন ভীষণ ব্যস্ত তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' এর প্রচারে। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ভেড়িয়া ছবিটির পরিচালনা করেছেন অমর কৌশিক। এটি একটি হরর কমেডি ঘরানার ছবি। Reddit সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বরুণ এবং কৃতি🐈 তাঁদের আগামী ছবি ভেড়িয়ার প্রচারে গিয়েছেন। আর সেখানেই তাঁরা তাঁদের কাজ এবং সেই সংক্রান্ত অর্থের বিষয় নিয়ে আলোচনা করেন।
এই ভিডিয়োয় কৃতি শ্যানন জানান, 'বেশি টাকা চাওয়ার জন্য কাজ হারিয়েছি কিনা বলতে পারব না, কিন্তু যে কাজের জন্য যতটা অর্থ আমার মনে হয়েছে সেটা না পাওয়ায় মানা করে দিয়েছি। তবে হ্যাঁ ছবিটা যদি আমার পছন্দ হত আর আমি ছবিটির কাজ ছাড়তে চাইতাম না তাহলে হয়তো...' এটার পরেই বরুণ বলে ওঠেন, 'আমি শুধু বলতে চাই, আমার মনে প্রতিটি অভিনেতার কাছেই টাকাটা কোন⛄ও ফ্যাক্টর নয় যদি তাঁদের ছবিটা ভালো লেগে থাকে।'
বরুণের কথার প্রেক্ষিতে কৃতি বলেন, 'কিন্তু বরুণ, সত্যি বলতে আমি এটা আমার জীবন দিয়ে বুঝেছি, কারণ আমি এরকমই। তোমাকে একটা ভারসাম্য বজায় রাখতেই হবে, নিজে দাম দিতেই হবে আর তুমিই এটা আমায় বলেছিলে।' বরুণ তখন কৃতিকে মনে করিয়ে তিনি যখন অক্টোবর𝐆 বা বাদলাপুরের মতো ছবি করেছেন তখন টাকা পয়সা নিয়ে কোনও আলোচনাই হয়নি, কারণ তিনি ছবিগুলো করতে চেয়েছেন।
এই কথার উত্তরে কৃতি জানান, তিনিও একাধিক বার অনেক কম টাকায় ছবি করেছেন, কিন্তু কখনও কখনও মন🎶ে হয় মানুষ আপনাকে ঠকিয়ে নিচ্༺ছে, আপনার যা মূল্য সেটা দিচ্ছে না। বরুণ এই বিষয়ে তাঁর কথায় সম্মতি জানান, এবং বলেন, 'হ্যাঁ, এমনটা হলে নিজের জন্য নিজেকে রুখে দাঁড়াতে হবে। আর এটা মহিলাদের সঙ্গে বেশি হয়। টাকার বিষয় এলেই নানান সমস্যা দেখা দেয়। কিন্তু আমি এমন একাধিক সহ মহিলা অভিনেতাকে চিনি যাঁরা এখন ভীষণ খুশি তাঁদের পারিশ্রমিক নিয়ে।'
এটার উত্তরে কৃতি তাঁকে বলেন, ' সেটা হ𝔉য়েছে কারণ তাঁরা নিজেদের হয়ে রুখে দাঁড়িয়েছেন, কথা বলেছেন।' তখন বরুণ বলে, হ্যাঁ ঠিকই, কিন্তু তাঁরা কৃতির বহু আগে থেকেই এটা করে আসছে। নতুন কিছু নয়।
এই ভিডিয়ো নিয়ে দর্শকদের নানꦫান মত দেখতে পাওয়া যায়। কেউ লিখেছেন, 'কৃতি কী ভেবেছিলেন তিনিই প্রথম যিনি সমান পারিশ্রমিকের কথা বলেছেন?' আরেকজন লেখেন, 'হাহা কৃতি এটা ভেবে কষ্ট পাচ্ছে তাঁর জুনিয়ররা তাঁর থেকে বেশি রোজগার করছেন।'