আগেই তৈরি হয়েছিল ইতিহাস। এবার আনুষ্ঠানিকভাবে প্রথম অকংগ্রেসি দল হিসেবে টানা দু'বার অসমে সরকার গঠনের নজির গড়ল বিজেপি জোট। সোমবার বেলা ১২ টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। যে ব্যক্তির হাত ধরে উত্তর-পূর্বে একাধিক রাজ্যে সরকার গড়েছে বিজেপি।২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন হিমন্ত। যিনি ২০০১ সাল থেকে কংগ্রেসের তরুণ গগৈয়ের সরকারে টানা তিনবার মন্ত্রী ছিলেন। তারইমধ্যে ২০১৬ সালে অসমে প্রথমবার বিজেপি সরকার গঠনের ক্ষেত্রেও তাঁর অনস্বীকার্য ভূমিকা ছিল। তারপর থেকে উত্তর-পূর্ব ভারতে বিজেপির ‘ক্রাইসিস ম্যানেজার’ হয়ে উঠেছেন। নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (নেডা) আহ্বায়ক হেসেবে অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরা সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে একটি অংশের তরফে যথেষ্ট সমালোচনার মুখেও পড়েছেন। তা সত্ত্বেও যথেষ্ট জনপ্রিয় হিমন্ত। সূত্রের খবর, কমপক্ষে ৪০ জন নব-নির্বাচিত বিধায়কের সমর্থন আছে হিমন্তের পক্ষে। সেই কারণেই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।(বিস্তারিত পরে আসছে)