প্রতি ১২ বছরে একবার আসে মহাকুম্ভ। আর সেই মহাকুম্ভ ঘিরে উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো সাজো রব। এদিকে, এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপেসের সহ প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল এবারের মহাকুম্ভে ‘কল্পবাস’ পালন করতে পারেন। উল্লেখ্য, মহাকুম্ব ঘিরে সাধু , সন্ন্যাসী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভিড় হয়ে থাকে। ভিভিআইপি সমাগমও কম হয় না। এবার মিডিয়া রিপোর্ট বলছে, এই মহাকুম্ভের সমারোহে কল্পবাস ঘিরে নজর কাড়তে পারেন লরেন পাওয়েল।
এমারসন কালেক্টিভসের প্রতিষ্ঠাতা তথা অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল এবারের মহাকুম্ভে আসতে পারেন বলে খবর। তিনি ১৩ জানুয়ারি মহাকুম্ভে যোগ দিতে পারেন বলে মিডিয়া রিপোর্টের দাবি। জানা যাচ্ছে, মহাকুম্ভে তিনি স্বামী কৈলাসানন্দের ক্যাম্পে থাকবেন। এই কৈলাসানন্দ হলেন, নিরঞ্জন আখাড়ার মহামণ্ডলেশ্বর। তাঁরই ক্যাম্পে থাকবেন প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী। শুধু থাকবেন, এমনটাই নয়। তার সঙ্গে তিনি এক বিশেষ ধর্মীয় রীতি ‘কল্পবাস’ও পালন করবেন। তিনি থাকছেন ২৯ জানুয়ারি পর্যন্ত। এমনই দাবি রিপোর্টের। ২০২৫ মহাকুম্ভে তিনি পূণ্যস্নানেও অংশ নিতে চলেছেন বলে খবর।
( Elephant:'ধোবিপছাড়' মেজাজে হাতি! উৎসবের মাঝে শুঁড়ে তুলে ব্যক্তিকে শূন্যে ঘুরিয়ে ছুঁড়ে দিল গজরাজ, কেরলে আহত বহু)
( Bangladesh: ঢাকা-ইসলামাবাদ ঘনিষ্ঠতার আরও এক ধাপ! বাংলাদেশে পা রাখছে পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতিনিধি দল, কী কর্মসূচি?)
( Mamata Banerjee Latest News: অক্সফোর্ড থেকে ডাক.. মার্চে লন্ডন যাচ্ছেন মমতা? নয়া রিপোর্ট ঘিরে জল্পনা)
( Shanidev Asta: শনিদেব যেতে চলেছেন অস্ত! মীন সহ বহু রাশির সৌভাগ্য জেগে ওঠার পালা শুরু হবে শিগগির, লাকি কারা?)
কল্পবাস কী?
কল্পবাস হল, হিন্দুধর্মীয় একটি অতি প্রাচীন রীতি। এই রীতি পৌ। পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমায় আয়োজিত হয়। যাঁরা তা পালন করেন, তাঁদের কল্পবাসী বলা হয়। এই সময়কালে কল্পবাসীরা প্রতিদিন গঙ্গায় পূণ্যস্নান করেন। সন্ন্যাসীদের আখাড়ায় ভ্রমণ করেন। সাধু, সন্ন্যাসীদের ধর্মীয় বাণী শোনেন। এছাড়াও ভজন, কীর্তনে অংশ নেন। হিন্দু শাস্ত্রে মনে করা হয়, আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে এই কল্পবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, এই সময় অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে হয়। টেন্টে থেকে আধ্যাত্মে মনোনিবেশ করতে হয়। বহু কল্পবাসী উপবাসও করে থাকেন। প্রার্থনা, ধ্যানের মধ্যে অনেকেই নিজেকে নিয়োজিত করে থাকেন এই সময়।