যৌন হেনস্থার শিকার তরুণীর জন্য সুবিচারের দাবিতে প্রকাশ্য়েই নিজেকে চাবুক মারলেন তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই। উল্লেখ্য, আন্না বিশ্ববিদ্যালয় চত্বরে ১৯ বছরের এক তরুণীর উপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। অভিনব কায়দায় সেই ঘটনার প্রতিবাদ জানালেন ওই বিজেপি নেতা।
বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, পূর্ব ঘোষণা অনুসারে, শুক্রবার কোয়েম্বাটোরে নিজের বাড়ির সামনে দলীয় সতীর্থদের উপস্থিতিতে নিজেকে চাবুক মারেন আন্নামালাই। এবং এই ঘটনার জন্য রাজ্যের ডিএমকে নেতৃত্বাধীন সরকারের তুলোধনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার এই বিজেপি নেতা বলেছিলেন, আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে তিনি টানা ৪৮ দিন উপবাস রাখবেন। এবং যত দিন পর্যন্ত না রাজ্যের শাসনক্ষমতা থেকে ডিএমকে অপসারিত হচ্ছে, ততদিন জুতো পরবেন না।
বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন আন্নামালাই। সেখানেই তিনি ঘোষণা করেছিলেন, 'আগামিকালই আমি আমার বাড়ির সামনে এই ঘটনার প্রতিবাদ করব। সেখানে আমি নিজেকে ছ'বার চাবুক মারব। আমি টানা ৪৮ দিন উপবাস করব। এবং আমি ষড়ভূজ মুরুগানের কাছে প্রার্থনা করব। আমার বাড়ির সামনে বিজেপি সদস্যরাও প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।'
প্রসঙ্গত, এর আগেও এই ঘটনায় বিজেপি ও এআইএডিএমকে-র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ ডিসেম্বর তাঁরা এই ঘটনার প্রতিবাদে সামিল হন। পরবর্তীতে পুলিশ তাঁদের আটক করে তুলে নিয়ে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা তামিলিসাই সৌন্দরারাজন রাজ্যের ডিএমকে সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাজ্যের শাসক আদতে বিরুদ্ধ স্বরের কণ্ঠরোধ করতে চাইছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, 'এটা নৃশংস। ওরা আমাদের কণ্ঠস্বর একেবারে স্তব্ধ করে দিতে চায়।'
প্রসঙ্গত, যে ঘটনার প্রতিবাদে একের পর এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, সেটি গত সোমবার রাতে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, গত সোমবার রাতে আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই যৌন নিগ্রহের শিকার হন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। কোনও এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ।
এএনআই সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে আন্নামালাই দাবি করেন, সোমবার রাতে একটি ছেলে এবং একটি মেয়ে - তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই ছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটিকে বেধড়কভাবে মারধর করা হয় এবং মেয়েটিকে যৌন হেনস্থা করা হয়।
আন্নামালাইয়ের অভিযোগ, রাজ্য়ের ডিএমকে সরকারের মদতেই মহিলাদের উপর হওয়ার অত্য়াচার ও অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। এই ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেওয়ারও দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
প্রায় একই সুরে পুলিশকে এই ঘটনায় কড়া এবং দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তামিলাগা ভেত্রী কাঝাগম (টিভিকে) পার্টির প্রধান বিজয়। তিনি বলেন, এই ঘটনা 'অত্যন্ত শকিং এবং যন্ত্রণাদায়ক'!