বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: আলুরে অস্ট্রেলিয়া যে উইকেটে প্রস্তুতি সারছে, তা অতি ভয়ঙ্কর, পিচের ছবি হল ভাইরাল
পরবর্তী খবর
IND vs AUS: আলুরে অস্ট্রেলিয়া যে উইকেটে প্রস্তুতি সারছে, তা অতি ভয়ঙ্কর, পিচের ছবি হল ভাইরাল
1 মিনিটে পড়ুন Updated: 04 Feb 2023, 08:00 AM ISTTania Roy
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে নামার আগে, বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করে দিয়েছে অজিরা। বেঙ্গালুরুর শহরতলি আলুরে স্পিনিং ট্র্যাকে চার দিনের ক্যাম্প করছেন স্মিথ-ওয়ার্নাররা।
আলুরের এমন পিচেই প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া।
বর্ডার গাভাসকর ট্রফির জন্য উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ছে। ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। নাগপুরে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট রয়েছে ৯ ফেব্রুয়ারি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে নামার আগে, বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করে দিয়েছে অজিরা। বেঙ্গালুরুর শহরতলি আলুরে স্পিনিং ট্র্যাকে চার দিনের ক্যাম্প করছেন স্মিথ-ওয়ার্নাররা।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে তারা কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। তবে এর পরিবর্তে তারা বেঙ্গালুরুর উপকণ্ঠে আলুরে চার দিনের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া টিম ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে। প্যাট কামিন্সের লক্ষ্য থাকবে, ২০১২ সালে ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের পর প্রথম অধিনায়ক হিসেবে ভারতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাওয়া।
সম্প্রতি বেঙ্গালুরুর কাছে অস্ট্রেলিয়ার ট্রেনিং সেশনের সেই বিশেষ পিচের ছবি ভাইরাল হয়েছে। আলুরের মূল মাঠের মাঝখানের পিচগুলি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা প্রস্তুত করা হয়েছে। মূলত স্পিনের বিরুদ্ধে নিজেদের সেরা প্র্যাকটিসের জন্যই এই পিচ তৈরি করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির জন্য মূল মাঠের মাঝখানে তিনটি পিচ তৈরি করে দিয়েছে। প্রশিক্ষণ যত গড়াচ্ছে পিচগুলি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বল মারাত্মক বাঁক খাচ্ছে। আর এই পিচের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।