আজ, মঙ্গলবার শিলিগুড়িতে যুবক–যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার চতুরাগাছ এলাকায় একটি বাড়ির শৌচাগার থেকে যুবতীর গলাকাটা দেহ উদ্ধার হয়। আর এনজেপি স্টেশন চত্বরের একটি গাছ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। এই দু’টি রহস্যমৃত্যুর মধ্যে যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ।
ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে? স্থানীয় সূত্রে খবর, আজ, মঙ্গলবার একটি বাড়ি থেকে উদ্ধার হয় রিয়া বিশ্বাস নামে যুবতীর দেহ। সেখানের শৌচাগারে গলাকাটা দেহ পড়েছিল। তাঁর স্বামীর নাম রোমিও বিশ্বাস। ওই দম্পতি আগে নদিয়ায় থাকতেন। দু’বছর হল তাঁরা এখানে রয়েছেন। রোমিও এবং রিয়ার পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে উদ্ধার করে রিয়ার দেহ। সেটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই যুবক রিয়ার স্বামী নন।
গলাকাটা দেহ মিলল কীভাবে? ভোররাতে একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল। সেই শব্দ স্থানীয় বাসিন্দাদের কানে আসে। সেটা শুনেই বাসিন্দারা রিয়ার বাড়িতে যান। তখন রিয়াকে না দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শৌচাগার থেকে যুবতী গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে৷ রিয়া এবং রোমিও’র মধ্যে ঝগড়া হতো। রোমিও তার মা–বাবাকে আনতে নদিয়া যান রবিবার। আর তার মধ্যেই এই ঘটনা ঘটল। রিয়া বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেটা নিয়েই অশান্তি ছিল স্বামী রোমিও’র সঙ্গে। কিন্তু এমন ঘটনা ঘটল কেন? তদন্তে পুলিশ।