রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের আবহে ২০২৪ এ ব্রিকসের প্লেনারি সেশনের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন,' আমাদের বৈঠক এমন একটা সময়ে হয়েছে যেখানে বিশ্বকে ঘিরে রেখেছে যুদ্ধ, সংঘাত, আর্থিক অনিশ্চয়তা, আবহাওয়াগত পরিবর্তন ও সন্ত্রাসবাদ।'
নরেন্দ্র মোদী. (Maxim Shemetov, Pool Photo via AP)
রাশিয়ায় আয়োজিত ১৬ তম ব্রিকস সামিটের মঞ্চ থেকে এদিন সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থ যোগান নিয়ে কার্যত হুঙ্কারের সুর শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। সদ্য খলিস্তান ইস্যুতে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে বেশ কিছুটা শীতলতা এসেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্তরের এই মঞ্চ থেকে নরেন্দ্র মোদী সাফ বলেন, সন্ত্রাসের মতো বিষয়ে দ্বিচারিতার জায়গা নেই।
রাশিয়ার কাজানে আয়োজিত ব্রিকস সম্মেলনে রাশিয়া, চিন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতির মধ্যেই বক্তব্য় রাখেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের আবহে ২০২৪ এ ব্রিকসের প্লেনারি সেশনের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন,' আমাদের বৈঠক এমন একটা সময়ে হয়েছে যেখানে বিশ্বকে ঘিরে রেখেছে যুদ্ধ, সংঘাত, আর্থিক অনিশ্চয়তা, আবহাওয়াগত পরিবর্তন ও সন্ত্রাসবাদ। বিশ্বে চর্চা চলছে উত্তর-দক্ষিণ, পূর্ব- পশ্চিম ভাগাভাগি নিয়ে… এবং প্রযুক্তির যুগে, সাইবার নিরাপত্তা, ডিপ ফেক, জিন ইফরমেশন নিয়ে নানান চ্যালেঞ্জ উঠে আসছে। এরকম পরিস্থিতিতে ব্রিকস থেকে বহু আশা রয়েছে।' এরই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন,' আমি বিশ্বাস করি যে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকস সকল বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এই প্রেক্ষাপটে আমাদের দৃষ্টিভঙ্গি জনগণকেন্দ্রিক থাকা উচিত। আমাদের বিশ্বকে এই বার্তা দেওয়া উচিত যে ব্রিকস একটি বিভাজনকারী নয়, বরং একটি জনস্বার্থ গোষ্ঠী।' তাঁর বক্তব্যে মোদী, এই সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মোদী বলেন,'আমরা সংলাপ ও কূটনীতিকে সমর্থন করি, যুদ্ধকে নয়।'
এদিকে, সন্ত্রাসবাদ ইস্যুতেও ব্রিকসের মঞ্চে গর্জে ওঠেন মোদী। চিনের শি জিনপিং, ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে মোদী বলেন,'আমরা সকলে একজোট হয়েছি ও পরস্পরকে সহযোগিতা করেছি সন্ত্রাস ও সন্ত্রাসে আর্থিক মদতের মোকাবিলা করতে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও দ্বিচারিতার জায়গা নেই। আমাদের দেশগুলির যুবকদের মধ্যে উগ্রপন্থা প্রতিরোধ করতে সচেষ্ট হওয়া উচিত। রাষ্ট্রসংঘে কম্প্রিহেনসিভ কনভেনশন অফ ইন্টারন্যাশনাল টেররিজম যে বিষয়গুলি এখনও বাকি রয়েছে, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।'
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে এই ব্রিকস দেশগুলির সম্মেলন আয়োজিত হয়। চলতি বছরে তা ছিল ১৬ তম সম্মেলন। সেখানে দেশগুলির রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে মোদী বলেন,' ভারত ব্রিকসভূক্ত দেশ হিসাবে নতুন দেশগুলিকে স্বাগত জানাতে প্রস্তুত। এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া উচিত এবং ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্যদের মতামতকে সম্মান করা উচিত। জোহানেসবার্গ সামিটে আমরা যে গাইডিং নীতি, মান, মানদণ্ড এবং পদ্ধতি গ্রহণ করেছি তা সমস্ত সদস্য এবং অংশীদার দেশগুলির অনুসরণ করা উচিত।'