বধূ নির্যাতনের মামলা তুলতে অস্বীকার করায় স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা বোলপুরের তাতারপুরের। ন✨ির্যাতিতার দাবি, পণের জন্য অত্যাচারে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। স্বামী নগ্ন ছহি ভাইরাল করার পরে অভিযোগ জানালেও পুলিশ পদক্ষেপ করেনি বলে অভিযোগ তাঁর।
তাতারপুরের ওই তরুণীর সঙ্গে নানুরের এক যু🦩বকের বিয়ে হয়েছিল। তরুণীর দাবি, বিয়ের কয়েক মাস পর থেকেই পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর নির্যাতন শুরু করে। মানসিক নির্যাতনের সঙ্গে চলত মারধরও। লাগাতা🌄র নির্যাতনের ফলে কয়েক মাস পরে বাপের বাড়ি ফেরত চলে আসেন তিনি। এর পর নানুর থানায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন।
বধূর দাবি, বধূ নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করতে লাগাতার হুমকি দিতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের পরে বধূর নগ্ন ছবি তুলে রেখেছিলেন তাঁর স্বামী। সেই ছবি ভাইরাল করে দেবেন বলে হুমকি দিতে থাকেন। অভিযোগ, মাস কয়েক আগে সত্যিই বধূর নগ্ন ছবি ইন্টারꦍনেটে ছড়িয়ে দেন স্বামী। স্বামীর বিরুদ্ধে ফের থানায় অভিযোগ করেন বধূ। অভিযোগ, তার পর মাস ঘুরলেও কোনও পদ꧟ক্ষেপ করেনি পুলিশ।
বধূর বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর অত্যাচার করত। আমি মেয়েকে বাড়ি নিয়ে আসি। তাও ওকে শান্তিতে বাঁচতে দেবে না। মেয়ের বিয়েতে যথাসাধ্য দিয়েছিলাম। আমি এর বিচার চাই। এভাবে কেউ একটি মেয়ের ভবিষ্𒀰যৎ নষ্ট করতে পারে না। এব্যাপারে বোলপুর বা নানুর থানার তরফে কোনও অভিযোগ পাওয়া যায়নি।