তৃণমূলের জমানায় জিতেও স্বস্তি নেই রাজ্যের বিরোধী দলগুলির কর্মীদের। এলাকায় ভোটের ফল খারাপ হওয়ায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের জোসারত টোলা এলাকার। নিহতের নাম আকমলꩵ শেখ (২২)।
আরও পড়ুন - 'ভোটে জিতে ২৩৯ টাকার রিচার্জের সুযোগ দিচ্ছেন মমতা', সেই♉ লিঙ্কে ক্🦹লিক করলেই বিপদ
পড়তে থাকুন - 'সাড়ে ৮ ঘণ্টা লেটে শিয়ালদায় এল লোকাল', মালপত্র নিয়ে লাইনে রাজধানীর যাত্✅রীরা
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মানিকচকে সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস কর্মী বলে পরিচিত আকমল। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। পথে নির্জন জায়গায় তাঁদের মোটরসাইকেল দাঁড় করায়। এর পর আম বাগানে নিয়ে যায় আকমল ও তাঁর সঙ্গীকে। সেখানে আকমলকে হাঁসুয়া দিয়ে কোপায় দু👍ষ্কৃতীরা। ২ যুবকের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়💃 বাসিন্দারা। তখন দুষ্কৃতীরা আকমলকে ছেড়ে পালায়।
আহত যুবককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতের বাবা জানিয়েছেন, ‘ছেলে সেনাবাহিনীর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়েছিল। গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি নাসিরের❀ নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওকে খুন করেছে। তৃণমূলের ফল খারাপ হওয়ায় এখানে বিরোধীদের ওপর বদলা নিচ্ছে ওরা।’
আরও পড়ুন - পরিযায়ী শ্রমিকদের হাতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিতে মরিয়া রাজ্য স🎃রকাꦫর
মালদা দক্ষিণ কেন্দ্রে লোকসভা ভোটে জয়ী হয়েছেন কোতয়ালির সদস্য ইশা খান চৌধুরী। ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন 🦋তৃণমূল প্রার্থী। লোকসভা ভোটে মালদা জেলায় ২টি আসনেই হার হয়েছে তৃণমূলের। যদিও তাতে বিরোধী কংগ্রেস ও বিজেপির ওপর হামলায় বিরাম নেই।