সোমবার এসএলটি (নবম-দশম) চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল নেতা কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরের সমন্বয় রাখার কাজ করছেন। শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে কুণালের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর জানা যায় এসএলটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এই বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতে পারেন শিক্ষা সচিব মণীশ জৈন এবং স্🐻কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের দুজন সোমবারের বৈঠকে থাকবেন। চাকরি প্রার্থীদের তরফে কু𝐆ণাল ঘোষকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য।
প্রশ্ন হল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠকে হলেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে কী এই বৈঠক থেকে? কারণ, ২০১৬ সালের এসএলএসটি শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু নতুন মামলায় তা আটকে রয়েছে। রাজ্য সরকার শূন্যপদও তৈরি করলেও কলকাতা হাইকোর্টে ✱মামলার জন্য সেই নিয়োগ প্রক্রিয়াও আটকে যায়। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন কুণাল।
আরও পড়ুন। এবার গরম🤪ে বাড়বে বিদ্যুতের চাহিদা, কতটা প্রস্তুত🃏 রাজ্য? জানালেন বিদ্যুৎমন্ত্রী
নিয়োগ না হওয়ার জন্য কুণাল আঙুল তোলেন আদালতের মামলার দিকে। তিনি জানান, প্রত্যক চাকরিপ্রার্থীরই চাকরি হয়ে যেতে, কিন্তু কিছু আইনজীবীর আদালতে মামলা করে দেওয়ার জন্য চাকরি আটকে আছে। চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠরে পরও তিনি বলেন,'সুপারিশ পেয়ে যাওয়ার পরও চাকরি পাওয়া যাচ্ছে না। কারণ এমন একজনের নামে মামলা হয়েছে 🍸যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।' বিষয়টি নিয়ে কুণাল আলাদা করে রাজ্যর অ্যাডভোটেক জেনারেলের সꦗঙ্গে কথাও বলেন।
আরও পড়ুন। উচ্চমাধ্যমিকের ৬২ বিষয়েরই সিলেবাস পালটে গেল! কꦓবে নয়🅷া বই আসবে? কেমন পরিবর্তন হল?
প্রসঙ্গত, কিছুদিন আগে এসএলটি চাকরি প্রার্থীরা কুণাল ঘোষের বাড়ি প্ল্যাকার্ড, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি বিকাশ ভবনে যাবেন কথা বলবেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। সেই মতো তিনি বিকাশভবনে গিয়ে কথা বলেন।সেই ব꧑ৈঠকে সেই মিটিংয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসির চেয়ারম্যান সহ একাধিকজন ছিলেন। তারপরই এসএলটি প্রার্থীদের সঙ্গে এই বৈঠক।