রাজ্যে মিড ডে মিল দুর্নীতিতে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে 🍎কেন্দ্রীয় সরকার। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি আরও বাড়ালেন বগটুই গণহত্যায় নিহতের আত্মীয় মিহিলাল শেখ। স্পষ্ট জানালেন, বিজেপির অভিযোগ ১০০ শতাংশ সত্য। মিড ডে মিলের টাকাতেই তাঁকে দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ। আর সেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন ম🌞ুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদমাধ্যমকে মিহিলাল বলেন, ‘মিড ডে মিলের টাকাতেই আমাকে কಞ্ষতিপূরণ দেওয়া হয়েছিল। আমাকে একটি ১ লক্ষ টাকার চেক ও ১টি ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। সরকারি টাকা সরকার কী ভাবে খরচ করবে তাদের ܫব্যাপার। তবে সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে।’
মিহিলালকে দেওয়া চেকে দেখা যাচ্ছে, তিনি মিড ডে মিলের রান্না করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তার পারিশ্রমিক বলে দেখিয়ে দেওয়া হয়েছে বগটুই গণহত্যার ক্ষতিপূরণ। চেকে সই রয়েছে রামপুরহাট ১ নম্বর ব্লকের বি🙈ডিও দীপান্বিতা বর্মনের।
শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর অভিযোগ, করমণ্ডল এক্সপ্রেসে আহত ও নিহতদের পরিবারকে ক𝔉্🤪ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে।
শুভে🌌ন্দু অধিকারীর অভিযোগ পেয়ে গত জানুয়ারি মাসে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্র রাজ্য যৌথ পরিদর্শনের কথা থাকলেও কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্যের কোনও আধিকারিককে দেখা যায়নি। কেন্দ্রীয় প্রতিনিধিদল দিল্লির শিক্ষা মন্ত্রকে রিপোর্ট দিয়ে জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখ🌳েই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র।
২০২১ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর ১১ জনকে জীবন্ত পুড়িয়ে মারে ভাদুর অনুগামীরা। ঘটনার ৩ দিন পর রামপুরহাটে যান মুখ💃্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও ১ জনের চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন তিনি।