'পাকিস্তান ও বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে, সেই দিন চলে গিয়েছে।' সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। তাঁর কথায়, 'ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। শুধু বাংলাদেশ নয়, যেকোনও দেশ ভারতের একমুঠো মাটি নেওয়ার চিন্তা ভাবনা করে, আমরা তার কব্জি কেটে নেব। ভারতবর্ষের মাটির মূল্য আছে। যদি কেউ মনে করে, পাকিস্তান ও বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে ভারতকে চমকাব, সেই চমকানোর দিন চলে গিয়েছে। আমরা ভারতের মানুষ সব সময় চাইব, যাতে বাংলাদেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকুক। আমি একজন ধর্মগুরু হয়ে চাইব, তাঁরা সুখে থাকুক। আর ভারতেরও সংখ্যাগুরু এবং সংখ্যালঘুরা শান্তিতে থাকুক।' (আরও পড়ুন: '১৫ মিনিট...', 'কলকাতা দখলের' পালট♑া বাংলাদেশ দখলের হুম﷽কি TMC-র মুসলিম নেতার!)