এবার আবর্জনা ফেলাতেও আমরা - ওরা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে ডাবগ্রাম – ফুলবাড়ি এলাকার সরকারি ডাম্পিং গ্রাউন্ড চত্বর। অভিযোগ, ওই ডাম্পিং গ্রাউন্ড স্থানীয় পঞ্চায়েতের আবর্জনা ফেলতে গেলে বাধা দেন শিলিগুড়ি পুরসভার কর্মীরা। এর পরই বিক্ষোভ দেখাতে থাকেন ডাবগ্রাম –🔥 ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আটকে দেন শিলিগুড়ি পুরসভার ময়লা ফেলার গাড়ি। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অবশেষে পঞ্চায়েতের ময়লা ফেলার গাড়িকে অবর্জনা ফেলতে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন - আগাম 𓆏এলেন মেঘদূত, কেরলের সঙ্গে একই দিনে পশ্চিমবঙ্গেও ঢুকে পড়ল মৌসুমꦍী বায়ু
পড়তে থাকুন - শিলিগুড়ির বাসিন্দাদের ২০ দিন ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚধরে বিষ খাইয়েছে তৃণমূল, বিস্ফোরক দাবি শংকর ঘোষের
শিখাদেবী জানান, ‘ডাবগ্রাম - ফুলবাড়ি ২ নম্বর পঞ্চায়েত অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তার পরেও এখানে বছরের পর বছর গোটা শিলিগুড়ি পুর এলাকার ময়লা ফেলা হচ্ছে। যার ফলে স্থানীয়দের বসবাস করা দুষ্কর হয়ে উঠেছে। গন্ধে ধোঁয়ায় জীবন জেরবার। দীর্ঘদিন ধরে বিধানসভায় ডাম্পিং গ্রাউন্ডটি সরানোর আবেদন জানিয়েও লাভ হয়নি।’ শিখাদেবী বলেন, ‘ꦉবিজেপি পরিচালিত ডাবগ্রাম – ফুলবাড়ি ২ নম্বর পঞ্চায়েতে সম্প্রতি কেন্দ্রীয় বরাদ্দে আবর্জনা ফেলার প্রকল্প শুরু করা হয়েছে। ২টি ব্যাটারিচালিত গাড়ি আবর্জনা সংগ্রহ করে সরকারি ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে যায়। সেখানে তাদের ময়লা ফেলতে বাধা দেয় তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার কর্মীরা। তাদের দাবি, ডাম্পিং গ্রাউন্ড শিলিগুড়ি পুরসভার।’
শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘আমার বিধানসভা এলাকার ডাম্পিং গ্রাউন্ডে যদি আমরাই আবর্জনা না ফেলতে পারি তাহলে শিলিগুড়ি পুরসভাকে আবর্জনা ফেলতে দেব কেন? তাছাড়া বিডিও আমাদের স্পষ্ট জানিয়েছেন, সরকারি ডাম্পিং গ্রাউন্ডে সবাই আবর্জনা ফেলতে পারে। ওরা যদি আমাদ🗹ের বাধা দেয় তাহলে আমিও পালটা বাধা দেব। আবর্জনা ফেলা নিয়েও তৃণমূল আমরা -𓄧 ওরা করছে।’
আরও পড়ুন - BJP এলে সাসপেন্ড করব, শাহ🌠জাঁহার থেক𝓀েও খারাপ হাল হবে, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
শিখাদেবীকে পালটা আক্রমণ করেছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিন⭕ি বলেন, ‘আমরা শিখাদেবীর বিরুদ্ধে অভিযোগ করব।ꦯ সরকারি কাজে এভাবে বাধা দেওয়া যায় না। উনি যা করেছেন তা গর্হিত কাজ।’