ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেখানকার ছাত্র ইন্দ্রানুজ রায়। কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় চোখে আঘাত লেগেছিল এই ইন্দ্রানুজের। এই ইন্দ্রানুজের বিরুদ্ধে পালটা হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। আর এবার সেই ছাত্রকেই দেখা গেল তৃণমূল কংগ্রেস ছাত্রপরিষদের পতাকায় আগুন লাগাতে। রিপোর্ট অনুযায়ী, এই ইন্দ্রানুজ রায় হলেন আরএসএফের সদস্য। এই নিয়ে টিএমসিপির সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে টিএমসিপি নেতা লেখেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্দ্রানুজ ও তাঁর সাথীরা আজ তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পুড়িয়েছে। আমাদের নেত্রী বদলায় নয় বদলে বিশ্বাস করেন। আগামীদিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে বদল অবশ্যম্ভাবী।' (আরও পড়ুন: যোগীর দেখানো পথে মমতা, পুলিশের ♍DG নিয়োগের নিয়মে বড় বদল নবান্নের)
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিরোধী প্রতিবাদে পু𝔉লিশের লাঠিচার্জ 🐻কেন? প্রশ্ন মমতারই মন্ত্রীর
এদিকে দলের সভাপতি বদলার পরিবর্তে বদলের বার্তা দিলেও 'অন্য সুর' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি কিশলয় রায়ের গলায়। তিনি এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন লাগিয়েছে ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। বারবার এই গুন্ডামি সহ্য করা যায় না। যে শাসনের বা প্রতিবাদের কথা ওরা বলে, সেই একই পথে এবার ব্যবস্থা হতেই পারে।' (আরও পড়ুন: 'কা ඣকা ছি ছি গ𒈔াওয়া মানুষটা…', ওয়াকফ নিয়ে তপ্ত জঙ্গিপুর, তোপ মমতার বিরদ্ধে)
আরও পড়ুন: ইউনু🥃সের প্রতিনিধির সঙ্গে কথা ডো🌞ভালের, বৈঠক নিয়ে রহস্য বাড়ালেন বাংলাদেশের খলিলুর
এদিকে টিএমসিপির পতাকায় আগুন দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন ইন্দ্রানুজ নিজেই। এই বিষয়ে তাঁর বক্তব্য, 'টিএমসি শুধু মুখে গণতন্ত্রের কথা বলে। সেই কথা মতো যদি ওরা কাজ করত, তাহলে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতাম। কিন্তু তারা মারার চেষ্টা করেও পার পেয়ে যায়। বিরোধী মনোভাবাপন্ন ছাত্রদের প্রতিবাদের মাশুল হিসেবে নোটিশ পাঠানো হয়। তার প্রতিবাদ হিসেবে টিএমসিপির পতাকায় আগুন ধরানো ছাড়া আর অন্য কোনও উপায় দেখি না। অন্যান্য সংগঠনের কর্মীদের গায়ে জল ঢালছে, হুমকি দিচ্ছে। তাদের লেখালিখি ছিঁড়ে দিচ্ছে। তখন আমরা প্রতীকী হিসেবে তাদের পতাকা পুড়িয়েছি।' (আরও পড়ুন: মঙ্গলে ওয়াকফ নিয়ে ౠহিংসার পর এখন কেমন আছে জঙ্গিপুর? দেখুন স্পটের ভিডিয়ো)